বাংলাদেশের রফতানি বাজার খুবই ঝুঁকিপূর্ণ: বাণিজ্য উপদেষ্টা
শেয়ারবাজার ডেস্ক : বাংলাদেশের রফতানি বাজার খুবই ঝুঁকিপূর্ণ। এক পণ্যের ওপর নির্ভরশীল। টিকে থাকতে হলে পণ্য এবং বাজারের বৈচিত্রকরণের বিকল্প নেই বলে মনে করেন, বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে বিশ্ব বাণিজ্য সংস্থার বিরোধ নিষ্পত্তি নিয়ে কর্মশালায় এ কথা বলেন। তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে শুল্ক সুবিধা থাকলেও তার সুফল মিলছে না।
অশুল্ক বাধার কারণে শুল্ক ছাড়ের সুফল মিলছে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের রফতানি বাণিজ্য টিকে থাকতে হলে দক্ষতা এবং পণ্যের গুণগত মান বৃদ্ধি ঘটাতে হবে। এক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থা তাদের বাণিজ্য নীতি এবং কৌশলগুলো বাস্তবায়নে কার্যকরি ভূমিকা রাখতে পারে। বাণিজ্য হিস্যা নিশ্চিত হলে ঘুরে দাঁড়াবে স্বল্পোন্নত এবং উন্নয়নশীল বিভিন্ন দেশ।
বক্তারা বলেন, ২০২৬ সালে উন্নয়নশী দেশের কাতারে পৌঁছালে বাণিজ্য সুবিধা হারাবে বাংলাদেশ। শুল্ক সুবিধা প্রত্যাহার হলে বাড়বে প্রতিযোগিতা। এক্ষেত্রে বহুপাক্ষিক বাণিজ্যে না গেলে পিছিয়ে পড়ার শঙ্কা আছে। এক্ষেত্রে বাণিজ্য বিরোধ নিস্পত্তির ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিও’র সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে হবে।