আজ: বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ইং, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার |

kidarkar

আইসিবির ঋণে সুদ কমানোর ইতিবাচক প্রভাব শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ দিন যাবত শেয়ারবাজারে চলছে অস্থিরতা। এই অস্থিরতার মাঝে আইসিবির ঋণ প্রাপ্তির খবরে কিছুটা স্বস্তি এলেও শেষ পর্যন্ত ঋণে উচ্চ সুদ নির্ধারণের খবরে চাপে পড়ে যায় শেয়ারবাজার। সব ধরণের চাপকে পাশ কাটিয়ে সোমবার উত্থানে ফিরে শেয়ারবাজার। আর মঙ্গলবার (০৩ ডিসেম্বর) আইসিবিকে দেওয়া ঋণের সুদ ৪ শতাংশ নির্ধারণের খবরে আবারও ইাতিবাচক প্রভাব পড়েছে দেশের শেয়ারবাজার।

শেয়ারবাজার স্থিতিশীলতায় বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) সভরেন গ্যারান্টির বিপরীতে ৩ হাজার কোটি টাকা ঋণ অনুমোদন করে কেন্দ্রীয় ব্যাংক। এই ঋণে সুদ নির্ধারণ করা হয় ১০ শতাংশ। ঋণ অনুমোদনের খবরে প্রথমে চাঙ্গা হয়ে উঠে শেয়ারবাজার। সুদ বেশি নির্ধারণ হওয়ায় চাপের কারণে কিছুটা ধসে পড়ে শেয়ারবাজার। তবে সব চাপকে দূরে ঠেলে সোমবার উত্থান হয়েছে শেয়ারবাজারে।

মঙ্গলবার সূচকের উত্থানে শুরু হয় লেনদেন। মাঝে কিছুটা পতনের পর বেলা সাড়ে ১১টার দিকে আবার উত্থানে উঠে সূচক। এরপর কিছুটা উত্থান প্রবণতায় হচ্ছিল লেনদেন। তবে দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আইসিবির ঋণে সুদ ৪ শতাংশ নির্ধারণের খবর প্রকাশ হয়। এই খবরের পর সূচক আর পিছনের দিকে না তাকিয়ে উপরে উঠতে থাকে। কিছুটা চাঙ্গা থেকে শেষ হয় দিনের লেনদেন।

এদিন সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে শেয়ারবাজারে। আর প্রধান শেয়রবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দুই শতাধিক কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর বিনিয়োগকারীরা এদিন ২ হাজার ২ শত কোটি টাকা ফিরে পেয়েছেন।

বাজার বিশ্লেষকরা বলছেন, আইসিবির ঋণ প্রান্তিতে সুদ হার কমানোর খবরে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা আগের চেয়ে বেড়েছে। সেই আস্থার কারণেই আজ এতোগুলোর কোম্পানির শেয়ার কিনেছেন বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীদের এই আস্থা ভবিষ্যতে বাজারে ইতিবাচক প্রভাব বিস্তারে সহায়তা করবে।

বাজার পর্যালোচনা করলে দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২২৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে‘ডিএসইএস’ ৬.১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭.৬৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৫১২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫০০ কোটি ২৩ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ১২ কোটি ২৫ লাখ টাকার বা ২ শতাংশ।

ডিএসইতে লেনদেন আজ হওয়া ৪০২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২০৩টির বা ৫০.৫০ শতাংশের, কমেছে ১২৮টির বা ৩১.৮৪ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৭১টির বা ১৭.৬৬ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৭ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৬টির, কমেছে ৬৮টির এবং পরিবর্তন হয়নি ৩৩টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৪ হাজার ৬০২ পয়েন্টে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.