‘জেড’ ক্যাটাগরিতে কনফিডেন্স সিমেন্ট
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আরো এক কোম্পাানি যুক্ত হলো ‘জেড’ ক্যাটাগরিতে। কোম্পানিটি হলো কনফিডেন্স সিমেন্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, নির্ধারিত সময়সীমার মধ্যে অনুমোদিত ডিখিডেন্ড বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ না করার কারণে কোম্পানিটিকে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করায় কোম্পানিটিতে বিনিয়োগ করার জন্য স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকার্সদের আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত ঋণ বিতরণ বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছে।
আগামী ৪ ডিসেম্বর থেকে কোম্পানিটির লেনদেন ‘জেড’ ক্যাটাগরিতে শুরু হবে।