নিজস্ব প্রতিবেদক: ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ-এর চট্টগ্রাম অঞ্চলের একক ও গণ-গ্রামীণ বীমার উন্নয়ন কর্মীদের নিয়ে বর্ষ সমাপনী উপলক্ষে ‘উন্নয়ন সভা’ ডিসেম্বর ০৩, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম শহরের ব্র্যাক লার্নিং সেন্টার ও মেরিটাইম মিউজিয়াম-এ আয়োজিত পৃথক দুটি উন্নয়ন সভায় কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব উত্তম কুমার সাধু, এফসিএমএ, এফসিএস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০২৪ সালের বর্ষ সমাপনীতে লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে উদ্বুদ্ধ করার পাশাপাশি দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় কোম্পানীর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও গণ-গ্রামীণ বীমার প্রধান জনাব আনোয়ারুল হক এবং নির্বাহী ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন প্রশাসন, একক বীমা) জনাব মোঃ ফরহাদ জলিল উপস্থিত ছিলেন। উন্নয়ন সভায় চট্টগ্রাম অঞ্চলের ইউনিট ম্যানেজার থেকে তদুর্ধ্ব উন্নয়ন কর্মী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।