১০ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ করা হয়েছে আইসিবির ঋণের সুদের হার
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর ৩ হাজার কোটি টাকার ঋণের সুদের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এ প্রস্তাব অনুমোদন করেছে।
এর আগে, গত ১৩ নভেম্বর আইসিবিকে ৩ হাজার কোটি টাকার ঋণ প্রদানের জন্য সরকার সভরেন গ্যারান্টি প্রদান করে। এই গ্যারান্টির বিপরীতে বাংলাদেশ ব্যাংক ১০ শতাংশ সুদে ঋণ অনুমোদন করলেও, আইসিবি চড়া সুদের হার কমানোর প্রস্তাব দেয়।
আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ ২৮ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের কাছে একটি চিঠিতে সুদের হার ৪ শতাংশ করার আবেদন জানান। তাঁর মতে, উচ্চ সুদের ঋণ নিয়ে সংস্থাটির পক্ষে আর্থিকভাবে ঘুরে দাঁড়ানো কঠিন হবে।
অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, এই ঋণ আইসিবি শেয়ারবাজারে স্থিতিশীলতা আনয়ন এবং উচ্চ সুদের তহবিল পরিশোধে ব্যবহার করবে। আইসিবি ঋণ পরিশোধে ব্যর্থ হলে সরকার তা পরিশোধ করবে বলে মন্ত্রণালয় নিশ্চয়তা দিয়েছে।
সরকার এবং বাংলাদেশ ব্যাংক মনে করছে, সুদের হার কমানোর এই সিদ্ধান্ত পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।