ফেব্রুয়ারি-মার্চের মধ্যে আইএমএফের চতুর্থ কিস্তি পাবে বাংলাদেশ
নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ চুক্তির চতুর্থ কিস্তির ১.১ বিলিয়ন মার্কিন ডলার আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যে বাংলাদেশ পাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
১৩ সদস্যের প্রতিনিধি দলটি সরকারের শীর্ষ পর্যায়, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সরকারি সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবে। আলোচনায় ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের চতুর্থ কিস্তি ছাড়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অর্থ উপদেষ্টা জানান, চলমান ঋণ প্যাকেজের পাশাপাশি ভবিষ্যৎ অর্থনৈতিক সংস্কার ও উন্নয়নে প্রয়োজনীয় অতিরিক্ত ফান্ড নিয়েও আলোচনা হবে। বাংলাদেশ ইতোমধ্যে ব্যাংকিং ও রাজস্ব খাতসহ বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম শুরু করেছে।
তিনি বলেন, “আগামী জুনের মধ্যে আইএমএফ ছাড়াও এডিবি ও ওপেক ফান্ড থেকে আরও ৬ বিলিয়ন ডলার আসার সম্ভাবনা রয়েছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে।”
উল্লেখ্য, রিজার্ভ সংকট মোকাবিলায় ২০২৩ সালের জানুয়ারিতে আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি ডলারের ঋণ চুক্তি করে বাংলাদেশ। প্রথম তিন কিস্তিতে ইতোমধ্যে ২৩০ কোটি ডলার ছাড় হয়েছে। চতুর্থ কিস্তিতে ১.১ বিলিয়ন ডলার ছাড় হলে মোট ঋণের অর্ধেক পাবে বাংলাদেশ। ২০২৬ সালের মধ্যে সাত কিস্তিতে পুরো অর্থ ছাড়ের পরিকল্পনা রয়েছে।