কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করার হুঁশিয়ারি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: আগামী জানুয়ারিতেই ফের যুক্তরাষ্ট্রে ক্ষমতায় ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। ভোটে জিতেই অবৈধ অভিবাসন এবং মাদক পাচারের জন্য কানাডাকে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। ২৫ শতাংশ আমদানি শুল্ক চাপানোর হুমকি দিয়ে রেখেছিলেন। কিন্তু এতেই থামার পাত্র নন তিনি। এবার ট্রুডেকে পাশে বসিয়ে ঘোষণা করলেন, অবৈধ অভিবাসন এবং মাদক পাচারের সমস্যা সমাধানে ব্যর্থ হলে কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করা হবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী। ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকের সময় এই হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তবে, দুই শীর্ষনেতার বৈঠকে নেহাতই মজার ছলে এ মন্তব্য বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে, গত সপ্তাহে ফ্লোরিডায় মার-এ-লাগো বাসভবনে আলোচনা চলাকালীনই ট্রাম্প ট্রুডোকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে- যদি সীমান্ত পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন কমাতে এবং বাণিজ্য ঘাটতি কমাতে কানাডা ব্যর্থ হয়, তাহলে আসন্ন ২০ জানুয়ারি তার দ্বিতীয়বার ক্ষমতায় অভিষেকের দিন থেকেই সব কানাডিয়ানের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
এর পাল্টা ট্রুডো ট্রাম্পকে জানান, ওই ধরনের পদক্ষেপ কানাডার অর্থনীতিকে ধ্বংস করতে পারে। যার জবাবে ট্রাম্প সাফ দাবি করেন, কানাডাকে নেহাত ৫১তম মার্কিন অঙ্গরাজ্যে পরিণত হতে পারে। ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে, তখন ট্রাম্পের মন্তব্যে প্রধানমন্ত্রী ট্রুডোসহ কানাডার প্রতিনিধিদলের অনেকেই হেসে উঠেছিলেন।
সেই সময় বৈঠকে হাজির একজন মজা করে জানান, যদি এটি ঘটে তবে কানাডা একটি গভীর-নীল রাজ্যে পরিণত হবে যা সম্ভবত উদারপন্থি এবং বামপন্থিদের নির্বাচন করবে। এর পরিবর্তে ট্রাম্প কানাডাকে দু’টি রাজ্যে ভাগের পরামর্শ দেন। যার একটি হবে উদারপন্থী এবং অন্যটি রক্ষণশীল। এছাড়াও ট্রাম্পের প্রস্তাব, মার্কিন নতুন অঙ্গরাজ্যের গর্ভনর হতে পারেন জাস্টিন ট্রুডো।
ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে, কানাডার প্রধানমন্ত্রী ও ট্রাম্পের মধ্যে প্রায় ঘন্টা তিনেক বৈঠক হয়েছে। সেখানেই ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন যে, অবৈধ অভিবাসন এবং মাদক চোরাচালানের কারণে কানাডা এবং মেক্সিকো থেকে আমদানিকৃত সবপণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন।