প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে ব্র্যাক ব্যাংকে সেনসিটাইজেশন ওয়ার্কশপ
নিজস্ব প্রতিবেদক: প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি বিষয়ে সহকর্মীদের জন্য একটি সেনসিটাইজেশন ওয়ার্কশপের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। নিজেদের ফ্ল্যাগশিপ সিএসআর উদ্যোগ ‘অপরাজেয় আমি’-এর অংশ হিসেবে এই আয়োজন করা হয়।
গত ২৪ নভেম্বর ২০২৪ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ২০২২ ও ২০২৩ সালের ইয়াং লিডার্স ব্যাচের ৩০ জন সহকর্মী এই কর্মশালায় অংশ নেন। ব্যাংকের ‘অপরাজেয় আমি’ উদ্যোগের অ্যাডভোকেসি পার্টনার বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) -এর প্রশিক্ষক কর্মশালাটি সঞ্চালন করেন।
তিন ঘণ্টার এই বিশেষ ওয়ার্কশপ এমনভাবে সাজানো হয়েছিল, যা প্রতিবন্ধকতা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কে সমাজে প্রচলিত ধারণা এবং বিভিন্ন কুসংস্কার ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
প্রতিবন্ধী ব্যক্তিরা প্রতিনিয়ত যেসকল বাধা-বিপত্তির সম্মুখীন হন, সেই বিষয়গুলোর পাশাপাশি তাঁদের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সম্মানজনক ও সহযোগিতাপূর্ণ পরিবেশ সৃষ্টি নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়। বিশেষ করে আর্থিক খাতে প্রতিবন্ধী কর্মকর্তা এবং প্রতিবন্ধী গ্রাহকদের জন্য প্রতিষ্ঠানে কীভাবে কার্যকর পরিবেশ তৈরি করা যায়, সেই বিষয়ে ব্যবহারিক কৌশল তুলে ধরা হয়।
কর্মশালায় ব্র্যাক ব্যাংকের অল্টারনেট ব্যাংকিং চ্যানেলে কর্মরত দৃষ্টি প্রতিবন্ধী সহকর্মী আমজাদ হোসেন তাঁর অভিজ্ঞতা শেয়ার করে একটি অন্তর্ভুক্তিমূলক এবং সহায়ক কর্মপরিবেশ গড়ে তোলার গুরুত্বকে সকলের সামনে তুলে ধরেন।
এমন অর্থপূর্ণ একটি আয়োজন নিয়ে ব্র্যাক ব্যাংকের হেড অব হিউম্যান রিসোর্সেস, আখতারউদ্দিন মাহমুদ বলেন, “শারীরিক সক্ষমতা কিংবা প্রতিবন্ধকতা নির্বিশেষে ব্র্যাক ব্যাংকে আমরা প্রত্যেক সহকর্মীকে সমান অধিকার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি বিশ্বাস করি, এই কর্মশালাটি আমাদের ইয়াং লিডারদের শুধু প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মুখীন হওয়া চ্যালেঞ্জগুলো সম্পর্কে বুঝতেই নয়, বরং সামনের দিনগুলোতে প্রতিষ্ঠানে অন্তর্ভুক্তির বিকাশসাধনে এখান থেকে অর্জিত জ্ঞান কাজে লাগাতেও উদ্বুদ্ধ করবে।”
একটি মূল্যবোধ-নির্ভর প্রতিষ্ঠান হিসেবে সিএসআর নিয়ে ব্র্যাক ব্যাংকের লক্ষ্য- সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থিক সমস্যা এবং সামাজিক কুসংস্কার দূর করে সবার জন্য সেসব সুযোগ-সুবিধা নিশ্চিত করা, যা পেলে তাঁদের পূর্ণ প্রতিভার বিকাশ ঘটিয়ে জীবনে উন্নতি করতে পারবেন। ব্র্যাক ব্যাংক এই ধরনের কর্মসূচির মাধ্যমে সকলের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণে কাজ করে চলেছে।