আজ: বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ইং, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার |

kidarkar

জেড গ্রুপে কনফিডেন্স সিমেন্ট, শীর্ষ কর্মকর্তাদের তলব করলো বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসি জেড ক্যাটাগরিতে অবনমন হয়েছে। এ কারণে কোম্পানিটির শীর্ষ কর্মকর্তাদের তলব করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কনফিডেন্স সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)/সিইও, চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) এবং কোম্পানি সচিবকে আগামী ৮ ডিসেম্বর বেলা ১১টায় বিএসইসির কার্যালয়ে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সম্প্রতি জেড ক্যাটাগরিতে অবনমন হওয়া কনফিডেন্স সিমেন্টের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিএসইসির এক সভা তলব করা হয়েছে। ৮ ডিসেম্বর বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

মোহাম্মদ রেজাউল করিম বলেন, জেড ক্যাটাগরিতে অবনমনপ্রাপ্ত কোম্পানিগুলোর সঙ্গে বসছে বিএসইসি। নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ বিতরণ জনিত নন কমপ্লায়েন্সের কারণে অবনমনপ্রাপ্ত কোম্পানিগুলোর সঙ্গে সভার মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়টি সমাধানে কাজ করছে বিএসইসি।

১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তার আগে ২০২৩ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়। ২০২২ সালেও কোম্পানিটি ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়।

নিয়মিত লভ্যাংশ ঘোষণা করলেও সর্বশেষ ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য ঘোষিত লভ্যাংশ কোম্পানিটি নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করেনি। এ কারণে কোম্পানিটিকে সম্প্রতি জেড গ্রুপে পাঠানো হয়েছে।

৮৬ কোটি ২৫ লাখ টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানিটির শেয়ার সংখ্যা ৮ কোটি ৬২ লাখ ৫৩ হাজার ৭৯০টি। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে আছে ৩০ দশমিক ৩৪ শতাংশ। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩২ দশমিক ৬৬ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ ৩৭ শতাংশ শেয়ার রয়েছে।

১ টি মতামত “জেড গ্রুপে কনফিডেন্স সিমেন্ট, শীর্ষ কর্মকর্তাদের তলব করলো বিএসইসি”

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.