পেনিনসুলা চিটাগংয়ের এজিএমের তারিখ নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের বিমা খাত তালিকাভুক্ত কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগং পিএলসি ২২তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ৩০ ডিসেম্বর সকাল ১১ টায় পেনিনসুলা এয়ারপোর্ট গার্ডেনে এবং একই সাথে ডিজিটাল প্লাটফর্মে এই বার্ষিক সাধারণ সভাটি অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির বিনিয়োগকারীদয়ের মতামতের ভিত্তিতে ৩০ জুন ২০২৪ তারিখের সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষণাকৃত লভ্যাংশ সহ আরও বেশ কিছু এজেন্ডার অনুমোদন দেয়া হবে।
পেনিনসুলা চিটাগং গত ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে কোন লভ্যাংশ না দেয়ার ঘোষণা দিয়েছে।