রোববার ১৩ কোম্পানির লেনদেন চালু
আগামী ৮ ডিসেম্বর, ২০২৪ তারিখ রোববার চালু হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩ কোম্পানির শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ওআইমেক্ম ইলেকট্রোডস, আনোয়ার গ্যালভানাইজিং, ফার্মা এইডস, কে এন্ড কিউ, জেমিনী সী ফুড, একমি পেস্টিসাইড, ভ্যানগার্ড এ এম এল বিডি ফিন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান, এস.এস. স্টিল, আরামিট, আরামিট সিমেন্ট, স্টান্ডার্ড সিরামিক, ওয়েস্টান মেরিন এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।
রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন আজ বন্ধ রয়েছে। এর আগে কোম্পানিগুলো ২ ও ৩ ডিসেম্বর স্পট মার্কেটে লেনদেন করেছে।