কর্ণফুলীর শেয়ার কারসাজি: লুৎফুল গংদের ২০ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার লেনদেনে অনিয়মের অভিযোগে বিনিয়োগকারী এম লুৎফুল গনি টিটু ও তার সহযোগীদের ২০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
তাদের মধ্যে শাহারা জামান ও মোঃ আসফাকুজ্জামান প্রত্যেককে আড়াই লাখ টাকা, সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সকে ১০ লাখ টাকা এবং এম লুৎফুল গনি টিটু, লুৎফুন্নাহার বেগম, মোঃ মাহমুদুল হাসান, খায়রুজ্জামান হাসান বনজু এবং আকিকুন্নাহার প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
জরিমানার আওতায় আসা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পরবর্তী ৩০ দিনের মধ্যে জরিমানার টাকা জমা দিতে হবে।
তদন্তে দেখা গেছে, সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কেনাবেচার মাধ্যমে শাহারা জামান ৫২ লাখ টাকা, মোঃ আসফাকুজ্জামান ১৬ লাখ টাকা এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স ৬৮ লাখ টাকা মূলধনী লাভ করেছে।
তদন্তে জড়িতদের মধ্যে পারিবারিক সংযোগও উল্লেখ করা হয়েছে। এম লুৎফুল গনি টিটু, মোঃ মাহমুদুল হাসান এবং আকিকুন্নাহার পরস্পর ভাই, খায়রুল হাসান বনজু টিটুর শ্যালক এবং লুৎফুন্নাহার বেগম তার মা।
কমিশনের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার লেনদেনের সাথে জড়িত ব্যক্তি ও ব্রোকারেজ হাউজগুলো সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে, যার ফলে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতি হয়েছে এবং শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে- এমন পরিস্থিতি কমিশন অগ্রহণযোগ্য বলে মনে করেছে।
২০২৩ সালের ডিসেম্বরে কর্ণফুলী ইন্স্যুরেন্সের শেয়ারের দাম ছিল ৩৩ টাকা ৬০ পয়সা। যা ২০২৪ সালের ফেব্রুয়ারীতে প্রায় ৮০ শতাংশ দাম বাড়িয়ে তোলা হয় ৬০ টাকা ৬০ পয়সায়। যদিও কোম্পানিটির শেয়ার দাম বৃদ্ধির পেছনে সংবেদনশীল কোন তথ্য ছিল না। এরপর থেকে শেয়ারটির দাম ধারাবাহিকভাবে কমতে থাকে, যা বৃহস্পতিবার ডিএসইতে ৩২ টাকায় ক্লোজিং হয়েছে।