ব্র্যাক ব্যাংকের ২৫০টি শাখা এবং উপশাখার মাইলফলক অর্জন
নিজস্ব প্রতিবেদক: ব্র্যাক ব্যাংক নিজেদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে ২৫০টি শাখা এবং উপশাখা চালুর মাইলফলক অর্জন করেছে।
ব্যাংকটির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের এমন মাইলফলক উদ্যাপনে ৩ ডিসেম্বর ২০২৪ ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ নেটওয়ার্কের লিডারদের সাথে যোগ দেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক।
ব্র্যাক ব্যাংক দেশব্যাপী নিজেদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সম্প্রসারণ করে যাচ্ছে। ব্যাংকটির লক্ষ্য হলো, সর্বাধুনিক ব্যাংকিং সেবা নিয়ে দেশের প্রতিটি অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে যাওয়া। দেশব্যাপী ১৮৭টি ব্রাঞ্চ এবং ৬৩টি সাব-ব্রাঞ্চ নিয়ে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্কগুলোর মধ্যে অন্যতম স্থানে রয়েছে।
ব্যাংকের এমন মাইলফলক সম্পর্কে শেখ মোহাম্মদ আশফাক বলেন, “গ্রাহকদের জন্য সহজ, সুবিধাজনক এবং সর্বাধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে সারাদেশে ব্যাংকিং নেটওয়ার্ক সম্প্রসারণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ব্রাঞ্চ নেটওয়ার্ক এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিং সক্ষমতার সমন্বয়ে আমরা দেশের প্রতিটি প্রান্তের গ্রাহকদের জন্য দেশসেরা ব্যাংকিং সেবা নিশ্চিত করতে চাই।”