প্যারামাউন্টের শেয়ারে কারসাজি, সোনালি পেপারের এমডিসহ পরিচালকদের জরিমানা
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসিরে শেয়ার লেনদেনে কারসাজির দায়ে সোনালী পেপারের এমডিসহ সব পরিচালককে ২০ লক্ষ টাকা করে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৩৪ তম কমিশন সভায় এ আদেশ দেয়া হয়।
সভা শেষে বিএসইসির মুখপাত্র এবং নির্বাহী পরিচালক রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ আগস্ট ২০২৩ হতে ১৯ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এর শেয়ার লেনদেনে কারসাজি করে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে সোনালি পেপার এ্যান্ড বোর্ড মিলস এর ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদের প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ও মনোনীত পরিচালক ব্যতিত) ২০ লক্ষ টাকা করে অর্থদন্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এই অর্থদন্ড ব্যক্তিগত দায় হিসেবে পরিশোধ করতে হবে মর্মেও সিদ্ধান্ত গৃহীত হয়।