আজ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ইং, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৬ ডিসেম্বর ২০২৪, শুক্রবার |

kidarkar

বিশ্বখ্যাত ব্র্যান্ড প্রতিনিধিদের সঙ্গে বিশেষ দূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বৃহস্পতিবার তার কার্যালয়ে রেডিমেড গার্মেন্টসের বৈশ্বিক ব্র্যান্ড এবং ক্রেতা প্রতিনিধিদের সঙ্গে সংলাপের আয়োজন করেন।

তিনি এ শিল্পের গুরুত্ব উল্লেখ করে বলেন, চ্যালেঞ্জ এবং পরিবর্তনের সময়েও ক্রেতা সম্প্রদায়ের গঠনমূলক ভূমিকা এবং অবদানের জন্য কৃতজ্ঞ।

লুৎফে সিদ্দিকী রপ্তানি, রেমিটেন্স এবং কার্গো হ্যান্ডলিংয়ের মতো সূচকের ওপর সতর্ক আশাবাদ প্রকাশ করেন, যা প্রত্যাশাকে ছাড়িয়ে গত বছরের তুলনায় দুই অংকের শতাংশ বৃদ্ধি দেখিয়েছে।

তবে আইনশৃঙ্খলা, শ্রম সম্পর্ক এবং তারল্য পরিস্থিতি উন্নতির ইঙ্গিত দিলেও এগুলো এখনো নিবিড় পর্যবেক্ষণের প্রয়োজন। পাশাপাশি বন্দর অবকাঠামো, জ্বালানি অবকাঠামো এবং দক্ষতার ঘাটতির মতো কাঠামোগত প্রতিবন্ধকতা দূর করতে সময় লাগবে। তবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সংস্কারের মাধ্যমে এ সমস্যাগুলোর সমাধান আগের চেয়ে দ্রুত করা সম্ভব হবে।

ক্রেতা প্রতিনিধিরা উল্লেখ করেন, প্রথমবারের মতো তারা এ ধরনের উচ্চপর্যায়ে সরাসরি সরকারের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়েছেন।

তারা ব্র্যান্ড সুরক্ষার দুর্বলতা, আমদানির জন্য সীমিত ঋণ সুবিধা এবং এ খাতের জন্য একটি নিবেদিত গ্রিন এনার্জি পরিকল্পনার অভাবের মতো বিষয়গুলো সরকারের মনোযোগে আনেন।

তারা শ্রম মান উন্নয়নের সরকারী এজেন্ডার প্রতি পূর্ণ সমর্থন জানান এবং তাদের মূল্য নির্ধারণ নীতিমালা শ্রমিকদের উন্নত মজুরির পথে বাধা হয়ে দাঁড়ায়, এমন ধারণা প্রত্যাখ্যান করেন।

সংলাপে অংশগ্রহণকারী দেশীয় এবং আন্তর্জাতিক প্রতিনিধিরা হলেন:জিয়াউর রহমান, এইচ অ্যান্ড এম বাংলাদেশ, বিক্রমজিৎ সিং, গ্যাপ ইনক. রেজওয়ান মুরশেদ, ক্যারিফোর, জান রসেল, স্পোর্টস গ্রুপ ডেনমার্ক, রাজীব কে ইসলাম চৌধুরী, আলিউর সোর্সিং লিমিটেড জেসিকা নুরসু, ভিএফ করপোরেশন, মঈন চৌধুরী, পুমা এসই (ওয়ার্ল্ড ক্যাট লিমিটেড), মেহতাপ মীর, অটো ইন্টারন্যাশনাল, ব্রুনহিল্ডে ডেসক্যাম্পস, অশোঁ, মো. আবদুল্লাহ আল রুমি, স্ট্যানলি স্টেলা,হাভিয়ের সান্টোনজা, ইনডিটেক্স, জোসে ম্যানুয়েল মার্টিন, এল কর্টে ইংলেস এস. এ, জেসাস বার্নাল, টেপ আ লয়েল মিস. উইকে গেরহোল্ড, ইউরোসেন্ট্রা, লুসি আবত, সেলিও সোর্সিং, সমিত রায় নন্দী, ডেকাথলন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.