অপপ্রচার হচ্ছে তবে অর্থনীতি আগের চেয়ে ভালো : অর্থ উপদেষ্টা
নিউজ ডেস্ক: বাহিরে থেকে অনেক অপপ্রচার হচ্ছে তবে দেশের অর্থনীতি আগের চাইতে অনেক ভালো বলে মন্তব্য করেছেন অন্তবর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
আজ শনিবার (৭ নভেম্বর) সাভারে ব্র্যাক সিডিএমে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের নলেজ ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট আয়োজিত অর্থনৈতিক সম্পর্ক এবং সম্পদের পুনঃউদ্ভাবনের উপর প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘ব্যাংকগুলোতে বেশ তারল্য সংকট ছিল, কারণ দুর্নীতির মাধ্যমে সেই টাকা চুরি করে নিয়ে গেছে। তবে ব্যাংকের আমানতকারীদের তো উপেক্ষা করা যাবে না। এটাতো তাদের টাকা। তাই ব্যাংকগুলোকে সহযোগিতা করা হচ্ছে। ব্যাংক যদি গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা দিতে না পারে, ঋণ দিতে না পারে তাহলে ব্যাংকের অস্তিত্ব রক্ষা কঠিন। তাই টাকা ছাপিয়ে সংকটে থাকা ব্যাংকগুলোকে দেয়া হয়েছে। তবে সেটা নিঃসন্দেহে আগের মতো নয়। বন্ড ইস্যু করার মাধ্যমে ছাপানো টাকা বাজার থেকে উঠিয়ে নেওয়া হবে।’
সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘এই টাকাগুলো কিন্তু আগের টাকা ছাপানোর মতো না, বড় বড় প্রকল্পে যাবে না, তাহলে তো আবার দুর্নীতির চক্রে পড়বে। এটা সম্পূর্ণ ব্যবসা-বাণিজ্যের মানুষের সাথে যাবে। এটা যে স্পেশালি প্রেশার ক্রিয়েট করে ওটার জন্য না।’
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ আরও বলেন, ‘বাইরে থেকে একটি প্রতিষ্ঠিত প্রমাণ যে ডোনাররা কেন আসছে, তারা তো বুঝতে পারছে দেশে একটা ভালো কিছু হচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে এটিই তার প্রমাণ। হয়তো লোকের আকাঙ্ক্ষা একটু বেশি এই সরকারের কাছে। সেই আকাঙ্ক্ষা তিন-চার মাসে পূরণ করা কঠিন। তবে আমরা চেষ্টা করছি। বাইরে থেকে অনেক কিছু প্রচার হয়, অপপ্রচার হয়, কিন্তু সার্বিক সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা আসছে এবং সামনে আরও অন্যান্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ দেশের অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো বলেও জানান তিনি।