আজ: বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ইং, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ ডিসেম্বর ২০২৪, রবিবার |

kidarkar

চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জে শাহজালাল ইসলামী ব্যাংকের উপশাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: আধুনিক প্রযুক্তি নির্ভর উন্নত ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে এবং সমাজের সর্বস্তরের মানুষের নিকট ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ০৮ ডিসেম্বর ২০২৪ইং তারিখে চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজারে শাহজালাল ইসলামী ব্যাংকের ৫ম উপশাখার কার্যক্রম। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উক্ত উপশাখাটি ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার অধীনে তাদের সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে উপশাখা প্রাঙ্গণে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দো’য়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক জনাব মোঃ সাঈদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ (চলতি দায়িত্ব) জনাব কে. এম. হারুনুর রশীদ।

উদ্বোধনী অনুষ্ঠানে মেসার্স আজিজুল হক এগ্রো বিজনেস এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আজিজুল হক, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম, মেসার্স রাজ্জাক এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী জনাব মোঃ রায়হানুল কবীর (রাজু), মেসার্স আশাদুল স্টোর এর স্বতাধিকারী জনাব মোঃ আশাদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল মোতালেব মিয়া, ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব এস. এম. রাশেদুল করিম, চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক জনাব মোঃ কামরুজ্জামান এবং সরোজগঞ্জ উপশাখার ইনচার্জ জনাব ফারুক হোসাইন বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের যশোর শাখার ব্যবস্থাপক জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ সিদ্দিকী, কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব এ. বি. এম. আহসানুল কবির, মেহেরপুর শাখার ব্যবস্থাপক জনাব মোঃ আরজুল্লাহসহ ব্যাংকের গ্রাহক ও শুভানুধ্যায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, বর্তমান সময়ে ব্যাংকিং সেক্টরে গ্রাহক আস্থার নাম শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। আমরা আশা করছি শাহ্জালাল ইসলামী ব্যাংকের এই উপশাখার মাধ্যমে অত্র এলাকার সার্বিক ব্যবসা-বাণিজ্যের অধিকতর উন্নয়ন সাধিত হবে।

এই ব্যাংকের প্রতি গ্রাহকদের সবসময় পূর্ণ আস্থা রয়েছে। তাই গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে এবং সমাজের সর্বস্তরের মানুষদেরকে ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক প্রতিনিয়ত শাখা ও উপশাখা সম্প্রসারণ করে যাচ্ছে। আমরা আশা করছি আমাদের এই সেবার কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.