আজ: শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ইং, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ ডিসেম্বর ২০২৪, রবিবার |

kidarkar

মূলধন বাড়াতে ফের আবেদন করবে সালভো কেমিক্যাল

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড পরিশোধিত মূলধন বাড়াতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবার আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে ৬ কোটি ৪০ লাখ টাকা মূলধন বাড়ানোর পরিকল্পনা করেছে। এর জন্য কোম্পানিটি শেয়ার ইস্যুর নতুন মূল্য ১৬ টাকা (৬ টাকা প্রিমিয়ামসহ) নির্ধারণ করেছে।

সালভো কেমিক্যাল এ বছরের ২৩ মে ১০ টাকা অভিহিত মূল্যে ৬ লাখ ৪ হাজার সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ৬ কোটি ৪০ লাখ টাকা পরিশোধিত মূলধন বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছিল। এজন্য কোম্পানিটির বিদ্যমান উদ্যোক্তা ও পরিচালকদের অনুকূলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে শেয়ার ইস্যু করে নগদ অর্থ সংগ্রহের কথা ছিল। তবে বিএসইসি বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে এ মূলধন বাড়ানোর পরিকল্পনায় সম্মতি দেয়নি।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.