আজ: বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ইং, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৯ ডিসেম্বর ২০২৪, সোমবার |

kidarkar

আইসিএসবি-এর নতুন সদস্যদের অভ্যর্থনা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) ৭ ডিসেম্বর ২০২৪ তারিখ রাজধানীর হলিডে ইন হোটেলে আইসিএসবির নতুন নিবন্ধিত সদস্যদের জন্য একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাং সেলিম উদ্দিন, সচিব, বাণিজ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। উক্ত অনুষ্ঠানে সাঁইত্রিশ (৩৭) জন সদ্য নিবন্ধিত এসোসিয়েট সদস্যদেরকে উষ্ণ অভ্যর্থনা প্রদান করা হয়।

আইসিএসবি এর সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন এর সূচনা বক্তব্যের মাধ্যমে অভ্যর্থনা অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। তিনি আইসিএসবি-এর সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে আলোকপাত করেন এবং নতুন সদস্যদের অভিনন্দন জানান।

আইসিএসবি এর মেম্বারশিপ এন্ড রেজিস্ট্রেশন কমিটির চেয়ারম্যান, জনাব অলি কামাল এফসিএস অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এবং প্রাইভেট সেক্টরে চার্টার্ড সেক্রেটারীদের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন যে, নতুন সদস্যদের জ্ঞান, দক্ষতা এবং সততার পরীক্ষা হবে অত্যন্ত প্রতিযোগিতামূলক পরিবেশে। তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য এখনই উপযুক্ত সময়।

নতুন সদস্যদের পক্ষ হতে, দুইজন এসোসিয়েট সদস্য- জনাব মোঃ মেহেদী হাসান এসিএস এবং জনাব নাজ্জাম আলী খান এসিএস বক্তব্য প্রদান করেন। তারা আইসিএসবির শিক্ষক এবং সিনিয়র সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তারা বলেন যে, আইসিএসবির সর্বস্তরের সকলের সহযোগিতা ছাড়া চার্টার্ড সেক্রেটারী হওয়া কষ্টসাধ্য একটি ব্যাপার। তারা আরও উল্লেখ করেন যে, আইসিএসবি থেকে অর্জিত জ্ঞান তাদের কর্মজীবনে সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাং সেলিম উদ্দিন আইসিএসবি-এর সকল সদ্য নিবন্ধিত সদস্যদের অভিনন্দন জানান। তার বক্তব্যে তিনি উল্লেখ করেন যে নতুন সদস্যরা শুধু বাংলাদেশের জন্যই মূল্যবান সম্পদ নয়, বরং তারা তাদের দক্ষতা দিয়ে বৈশ্বিক ক্ষেত্রেও সেবা প্রদান করতে সক্ষম। তিনি নতুন সদস্যদের চার্টার্ড সেক্রেটারী পেশার সর্বসাম্প্রতিক তথ্যাবলী, এই পেশার গুরুত্বপূর্ণ অনুষঙ্গসমূহের বৈশ্বিক চর্চা এবং সর্বশেষ প্রণীত গাইডলাইনসমূহের আলোকে নিজেকে সমৃদ্ধ রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, চার্টার্ড সেক্রেটারীগণ একটি বোর্ডের সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাই নতুন সদস্যদের সুশাসন নিশ্চিত করতে সঠিকভাবে প্রস্তুত হওয়া অপরিহার্য।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ একটি নতুন যুগে প্রবেশ করেছে, যেখানে জনগণ সরকার এবং পেশাজীবীদের কাছ থেকে উচ্চ প্রত্যাশা রাখে। এই প্রত্যাশা পূরণে কঠোর পরিশ্রমের আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নততর সেবা প্রদান এবং প্রতিযোগিতার মনোভাব তৈরি করাই উৎকর্ষ অর্জনের মূল চাবিকাঠি।

প্রধান অতিথি জনাব মোহাং সেলিম উদ্দিন তার মূল্যবান বক্তব্য প্রদানের পর আইসিএসবি-এর নতুন সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন।

আইসিএসবি এর প্রাক্তন প্রেসিডেন্ট ও কাউন্সিল সদস্য জনাব মোহাম্মাদ সানাউল্লাহ এফসিএস নতুন সদস্যদের জন্য “চার্টার্ড সেক্রেটারী পেশা” বিষয়ে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন প্রদান করেন। তিনি চার্টার্ড সেক্রেটারীদের পেশাগত আচরণবিধি, নৈতিক নীতিমালা, পেশাগত দায়িত্ব, সুশাসন এবং সুশাসন প্রতিষ্ঠায় তাদের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।

আইসিএসবি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট-ইন-চার্জ জনাব এম নুরুল আলম এফসিএস তার বক্তব্যে বলেন যে, নতুন চার্টার্ড সেক্রেটারীদের জন্য এটি একটি বিশেষ দিন। এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকলের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আরও বলেন যে, এটি একটি নতুন পর্বের সূচনা, যেখানে শেখার আগ্রহ, গভীরতা এবং অর্জিত জ্ঞানের বিকাশ ঘটানোর সুযোগ বৃদ্ধি পাবে। তিনি সদ্য নিবন্ধিত সদস্যদের চার্টার্ড সেক্রেটারী পেশার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার এবং এ পেশার মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।

পরিশেষে জনাব আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত এফসিএস, সদস্য, মেম্বারশিপ এন্ড রেজিস্ট্রেশন কমিটি ইন্সটিটিউটের পক্ষ থেকে প্রধান অতিথি, আইসিএসবির কাউন্সিল সদস্য ও উপস্থিত সকলের উদ্দেশ্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

মো: জাকির হোসেন

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.