ভিপিএন-এর নামে ক্ষতিকর অ্যাপের হুমকি বাড়ছে- ক্যাসপারস্কি
নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাপী ‘ফ্রি ভিপিএন’ অ্যাপের ব্যবহার চলতি বছরের দ্বিতীয় অংশের তুলনায় আড়াই গুন বৃদ্ধি পেয়েছে বলে ক্যাসপারস্কির এক গবেষণায় জানা গেছে। এসব ‘ফ্রি ভিপিএন’ এর অধিকাংশই ছিলো ম্যালওয়ার বা হ্যাকাররা ব্যবহার করত। বছরের শেষ অংশেও এর ব্যবহার বৃদ্ধি অব্যহত রয়েছে।
ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) হলো ব্যবহারকারীর আইপি ঠিকানা লুকিয়ে গোপনীয়তা রক্ষা করা এবং ব্লক করা কনটেন্ট অ্যাক্সেস করতে সহায়তা করা। তবে সাইবার অপরাধীরা ফ্রি ভিপিএন ব্যবহার করে বড় বড় বটনেট তৈরি করে। ২০২৪ সালের মে মাসে কর্তৃপক্ষ ৯১১ এস৫ নামের একটি বিশাল বটনেট বন্ধ করে দেয়, যেখানে ‘মাস্কভিপিএন’ এবং ‘সাইনভিপিএন’ এর মতো ফ্রি ভিপিএন ব্যবহার করা হয়েছিল। এসব ভিপিএন ব্যবহারকারীদের না জানিয়েই তাদের ডিভাইসকে প্রক্সি সার্ভারে পরিণত করে সাইবার আক্রমণ, প্রতারণা ও অর্থপাচারে সহায়তা করে। এই বিশাল বটনেটটি ১৯০টিরও বেশি দেশে ১ কোটি ৯০ লাখ আইপি ঠিকানা ব্যবহার করেছিল। এসব ঘটনা থেকে বোঝা যাচ্ছে, ফ্রি ভিপিএন ব্যবহার করলে সুরক্ষার বদলে নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।
ক্যাসপারস্কির সিকিউরিটি বিশেষজ্ঞ ভাসিলি কোলেসনিকভ, “স্মার্টফোন ও কম্পিউটারসহ সব প্ল্যাটফর্মে ভিপিএন অ্যাপের চাহিদা বাড়ছে। অনেকেই মনে করেন, যদি কোনো ভিপিএন অ্যাপ অফিসিয়াল স্টোর যেমন গুগল প্লে’তে পাওয়া যায়, তবে সেটি নিরাপদ এবং সহজেই তাদের লোকেশনে ব্লক করা কনটেন্ট আনলক করতে ব্যবহার করা যেতে পারে। আর যদি এটি ফ্রি হয়, তবে আরও ভালো। কিন্তু এটি প্রায়ই ফাঁদ হয়ে দাঁড়ায়। সাম্প্রতিক ঘটনা এবং আমাদের গবেষনায় দেখা যাচ্ছে, ক্ষতিকর ভিপিএন অ্যাপের সংখ্যা বাড়ছে। সাইবার নিরাপত্তার ক্ষেত্রে ব্যবহারকারীদের এই ধরনের হুমকি সম্পর্কে সতর্ক থাকা উচিত এবং বিশ্বস্ত ও পরীক্ষিত ভিপিএন সার্ভিসের পাশাপাশি একটি সিকিউরিটি স্যলিউশন ব্যবহার করা উচিত।”
নিরাপদে ইন্টারনেট ব্রাউজ করতে এবং ডিভাইসকে সুরক্ষিত রাখতে ও ম্যালওয়্যার প্রতিরোধ করতে ক্যাসপারস্কি প্রিমিয়াম ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া, ক্যাসপারস্কি ভিপিএন সিকিউর কানেকশন এর ফ্রি ভার্সন ব্যবহার করতে পারেন, যা প্রতিদিন ৩০০ এমবি ট্রাফিক সীমা এবং কোনো সার্ভার নির্বাচন ছাড়াই নিরাপদ ব্রাউজিং সুবিধা পাওয়া যাবে। আর উন্নত সুরক্ষা ও প্রিমিয়াম ভিপিএন পরিষেবা পেতে ব্যবহার করতে পারেন ক্যাসপারস্কি প্লাস ও ক্যাসপারস্কি প্রিমিয়াম। এটি বিশ্বের অন্যতম দ্রুত ভিপিএন, সব ডিভাইসে কাজ করে এবং ফিশিং ও অন্যান্য হুমকি থেকে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে।
ক্যাসপারস্কি সম্পর্কে-
ক্যাসপারস্কি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত একটি গ্লোবাল সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল প্রাইভেসি প্রতিষ্ঠান। সাইবার আক্রমনের বিরুদ্ধে সুরক্ষা কবজের মতো এক বিলিয়নের চেয়েও বেশি ডিভাইসের পাশাপাশি, ক্যাসপারস্কি তার ডিপ থ্রেট ইন্টেলিজেন্স ও সিকিউরিটি এক্সপার্টিজের দ্বারা এমন সিকিউরিটি সল্যুশন উদ্ভাবন করছে যা, ব্যবসা, সরকার, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং বিশ্বব্যাপি গ্রাহকদের সুরক্ষা প্রদান করে আসছে। প্রতিষ্ঠানটির শক্তিশালী সিকিউরিটির মধ্যে রয়েছে; লিডিং এন্ডপয়েন্ট প্রোটেকশন, বিশেষ সিকিউরিটি সল্যুশন সার্ভিস, এবং অত্যাধুনিক ডিজিটাল হুমকির বিরুদ্ধে লড়তে সাইবার ইমিউন সল্যুশন। ক্যাসপারস্কি ২ লক্ষ ২০ হাজারেরও বেশি কর্পোরেট ক্লায়েন্টদের গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষায় সাহায্য করছে। আরও জানতে ভিজিট করুন ক্যাসপারস্কি ওয়েবসাইটে।