আজ: বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ইং, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৯ ডিসেম্বর ২০২৪, সোমবার |

kidarkar

ঢাবি মার্কেটিং বিভাগের সুবর্ণজয়ন্তীতে একাডেমিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়

নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং ডিপার্টমেন্টের সুর্বণজয়ন্তী। গত ৭ ডিসেম্বর শুরু হওয়া সপ্তাহব্যাপী এই আয়োজনের আজ (৯ ডিসেম্বর) ছিল দ্বিতীয় দিন। এদিন সকাল ৯:৩০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে একাডেমিক সিম্পোজিয়াম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর ড. আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি ছিলেন মার্কেটার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র মার্কেটিং প্র্যাকটিশনার সৈয়দ আলমগীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ডিপার্টমেন্ট অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের সহকারী অধ্যাপক ড. জোহা রহমান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া প্যানেল আলোচনায় অংশ নেন ইউনিট্রেন্ড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও ক্রিয়েটিভ চীফ মুনির আহমেদ খান গানচিলের এর প্রতিষ্ঠাতা ও সিইও আসিফ ইকবাল এবং মধুমতি ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. শফিউল আজম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাবি আইবিএ ইন্সটিটিউটের অধ্যাপক ড. মো. রিদওয়ানুল হক এবং সভাপতিত্ব করেন মার্কটেল বাংলাদেশ লিমিটেডের এমডি ও সিইও ড. শরীফুল ইসলাম দুলু। উক্ত অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন মো: মোস্তফাজ্জামান মিজান (সাব-কমিটি একাডেমিক সিম্পোজিয়াম) এবং উপস্থিত ছিলেন ড. নিয়ামুল ইসলাম (মেম্বার সেক্রেটারি অব মার্কেটিং অ্যালামনাই এসোসিয়েশন)

১৯৭৪ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ প্রতিষ্ঠা করা হয়। মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাবির সহযোগিতায় মার্কেটিং বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের সকল শিক্ষক এবং বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে মাননীয় গভর্নর মহোদয় তাঁর বক্তব্যে বলেন, সকল সংস্কার একসাথে করা যাচ্ছেনা। অর্থনৈতিক ব্যবস্থাকে সচল করার জন্য আমরা ইতোমধ্যে অনেকগুলো সংস্কার করেছি। তবে এখনও ব্যাংকিং ব্যবস্থার সংস্কার আরো বাকি আছে, আরো একটু সময় লাগবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং মার্কেটিং বিভাগকে সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.