নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষ ব্রোকারেজ হাউজ এনএলআই সিকিউরিটিজ লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রেদোয়ান হোসেন।
সোমবার (৯ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির ৫০ তম বোর্ড সভায় তাঁকে কোম্পানির নতুন চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা হয়।
রেদোয়ান হোসেন ইংল্যান্ডের কিংস কলেজ থেকে ল গ্রাজুয়েট। তিনি দীর্ঘদিন থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মরত। এছাড়াও তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
এনএলআই সিকিউরিটিজ লিমিটেডের পক্ষ থেকে নব নির্বাচিত চেয়ারম্যানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা।