আজ: রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ইং, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার |

kidarkar

নিউ ইয়ার অফারে ব্র্যান্ড-নিউ মিতসুবিশি গাড়িতে ২.২৫ লক্ষ টাকা পর্যন্ত বিশেষ ছাড়

নিজস্ব প্রতিবেদক:  নতুন বছরে গ্রাহকদের নতুন অফার দিচ্ছে মিতসুবিশি মোটরস বাংলাদেশ। মিতসুবিশি’র ব্র্যান্ড নিউ গাড়ির নির্দিষ্ট মডেল কিনলে ২.২৫ লক্ষ টাকা পর্যন্ত বিশেষ ছাড় পাবেন গ্রাহকরা। ২০২৫ সালে পদার্পণের যাত্রাকে আরও উপভোগ্য করতে এই লিমিটেড-টাইম অফারটি দিচ্ছে প্রতিষ্ঠানটি।

মিতসুবিশি’র জনপ্রিয় মডেলগুলো থেকে গ্রাহকরা তাদের পছন্দের মডেলটি বেছে নিয়ে অফারটি উপভোগ করতে পারেন। পারিবারিক বা ব্যবসায়িক যেকোন কাজের ক্ষেত্রে দারুণ একটি মডেল হলো মিতসুবিশি এক্সপ্যান্ডার। দৈনন্দিন যাতায়াত বা পরিবার নিয়ে ভ্রমণের ক্ষেত্রে এই মডেলটি ব্যাপক জনপ্রিয়। যারা একটু শৌখিন এবং অ্যাডভেঞ্চারাস রাইড পছন্দ করেন তারা মিতসুবিশি আউটল্যান্ডার-এর পাওয়ার ও পারফর্ম্যান্স দারুণ উপভোগ করবেন। এই মডেলটি বাংলাদেশের অন্যতম সেরা ফোর হুইল-ড্রাইভ (৪ডব্লিউডি) গাড়ি। সম্পূর্ণ জাপানে তৈরি আধুনিক ও নান্দনিক ডিজাইনের সাথে ভালো পারফর্ম্যান্স চাইলে মিতসুবিশি এক্লিপস ক্রস একটি দারুণ অপশন। এছাড়া মিতসুবিশি আউটল্যান্ডার স্পোর্ট মিতসুবিশির নতুন মাঝারি আকৃতির এসইউভি, যাতে আছে লেটেস্ট সব অপশন। এই মডেলটি বাংলাদেশের আবহাওয়া ও রোড-কন্ডিশন বিবেচনা করে এই রেঞ্জের অন্যতম সেরা যা চালিয়ে গতি ও আরাম দুটিই উপভোগ করতে পারবেন। এছাড়া, গাড়িতে ভারী পণ্য বা অধিক জিনিসপত্র বহনের কাজে মিতসুবিশি এল২০০ পিকআপ বেশ উপকারী। তাই দেরি না করে কিনে ফেলুন আপনার পছন্দের মডেল আর জিতে নিন ২.২৫ লক্ষ টাকা পর্যন্ত বিশেষ ছাড়। এছাড়া, প্রতিটি গাড়ির সাথে থাকছে ৫ বছরের ওয়ারেন্টি ও তিনটি ফ্রি সার্ভিসিং।

এ প্রসঙ্গে মিতসুবিশি মোটরস বাংলাদেশ-এর সিইও মোহাম্মদ হামদুর রহমান সায়মন বলেন, “গ্রাহকরা বরাবরই আমাদের পাশে থেকেছে এবং মিতসুবিশি’র ওপর আস্থা বজায় রেখেছে। জাপানিজ প্রযুক্তির মিশ্রণে মিতসুবিশি মোটরসের প্রতিটি গাড়ি এমনভাবে ডিজাইন করা হয়, যা আপনাকে স্টিয়ারিং হাতে আরও আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে। তাই তাদের নতুন বছরের শুরুটা হোক জাপানী প্রযুক্তি নতুন মিতসুবিশি গাড়ির সাথে, এটিই আমাদের প্রত্যাশা। এই নতুন অফার গ্রাহকদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম এবং এর মাধ্যমে তাদের সাথে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আমি আশাবাদী।”

অটোমোটিভ ডিভিশন ১-এর ডিভিশনাল হেড অব মার্কেটিং মোহাম্মদ ফাহিম হোসেন বলেন, “জাপানিজ প্রযুক্তির মিতসুবিশি’র গাড়ি শুধু আপনার ভ্রমণের চাহিদাই পূরণ করে না, বরং লাইফস্টাইল উন্নত করতেও ভূমিকা রাখে। নতুন অফারটি আরও গ্রাহকদের সেই লাইফস্টাইল উপভোগ করার সুযোগ করে দিবে বলে আমি আশা করছি। আমাদের শোরুমে আসতে, পছন্দের মডেলটি টেস্ট-ড্রাইভ এবং মিতসুবিশি মোটরসের গাড়ি চালানোর অভিজ্ঞতা নিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।”

গ্রাহকরা নিকটস্থ মিতসুবিশি মোটরস বাংলাদেশ শোরুমে অথবা সেলস টিমের যোগাযোগ করে টেস্ট-ড্রাইভ বুক করতে পারবেন। অফারটি সীমিত সময়ের জন্য।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.