আজ: শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ইং, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার |

kidarkar

অর্ধশত বিচারক-কর্মকর্তার ‘অবিশ্বাস্য সম্পদের’ অভিযোগ তদন্তের রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক: অধস্তন আদালতের অর্ধশত বিচারক-কর্মকর্তার ‘অবিশ্বাস্য সম্পদ’–এর বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি নিয়ে পর্যবেক্ষণসহ এ আদেশ দেন।

এর আগে ‘অবিশ্বাস্য সম্পদ অর্ধশত বিচারক-কর্মকর্তার’ শিরোনামে গত ১৪ অক্টোবর একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি যুক্ত করে গতকাল রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিমুল এহসান জুবায়ের। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ। দুদকের গোয়েন্দা শাখার গোপন অনুসন্ধানে বিচার বিভাগের ৫১ বিচারক–কর্মকর্তার দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বলে দৈনিকটির প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়। অথচ দুদক থেকে জানানো হয়েছে বিচারকদের নিয়ে এমন অনুসন্ধানের তথ্য সঠিক নয়।

শুনানি নিয়ে আদালত জনস্বার্থ মামলার মানদণ্ড পূরণ না করা ও কোনো সারবত্তা না থাকায় রিট সরাসরি খারিজ করে আদেশ দেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.