আজ: বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ইং, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার |

kidarkar

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মোহাম্মদ আল-বশিরকে। ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, আজ (মঙ্গলবার) টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে নিজেই এ সিদ্ধান্তের বিষয়ে জানান মোহাম্মদ আল-বশির। ২০২৪ সালে আসাদ সরকারের আমলে ইদলিবভিত্তিক স্যালভেশন সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি।

এর আগে সিরিয়া সরকারের আওকাফ মন্ত্রণালয়েও কাজ করেছেন আল-বশির। পালন করেছেন দেশটির মন্ত্রীর দায়িত্বও। নতুন এই সরকারপ্রধান পেশায় একজন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এরইমধ্যে তার কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছেন আসাদ প্রশাসনের প্রধানমন্ত্রী মোহাম্মদ জালালি।

গত নভেম্বরের উত্তর-পশ্চিম সিরিয়া আক্রমণে নেতৃত্ব দেন বশির। যা আলেপ্পোর দখলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।মোহাম্মদ আল-বশির ১৯৮৩ সালে ইদলিব প্রদেশের জাবাল জাওয়িয়া অঞ্চলের মাশাউন গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৭ সালে আলেপ্পো বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০২১ সালে ইদলিব বিশ্ববিদ্যালয় থেকে শরিয়া ও আইন বিষয়ে ডিগ্রি নেন।

প্রসঙ্গত, বিদ্রোহীদের ১২ দিনের এক ঝটিকা অভিযানে গত রোববার পতন হয় প্রেসিডেন্ট বাশার আল–আসাদের। এরপর প্রথমেই সামনে আসে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি। আল–বশিরকে যে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী করা হচ্ছে তা সোমবার থেকেই শোনা যাচ্ছিলো। এই দায়িত্ব হস্তান্তরের মধ্যদিয়েই প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হলো।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.