আজ: মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ইং, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ ডিসেম্বর ২০২৪, বুধবার |

kidarkar

১০ ছক্কায় জিসানের ৫২ বলের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক : আগ্রাসী ব্যাটিং বোধকরি এটাকেই বলে। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের আক্ষেপ তুলনামূলক ধীরগতির ব্যাটিং নিয়ে। ঝড়ো গতির ইনিংস দেশি ব্যাটারদের হাতে নেই– এমন অভিযোগ বেশ পুরাতন। যদিও এনসিএলের প্রথম ম্যাচে জিসান আলমের দুর্দান্ত এক সেঞ্চুরির পর আক্ষেপের সুযোগ নেই। টিভি বা ইউটিউবে যারাই দেখেছেন, প্রত্যেকেই বিনোদিত হয়েছেন। মুগ্ধ হয়েছেন ৫২ বলে করা অসামান্য এক সেঞ্চুরি দেখে।

জাতীয় ক্রিকেট লিগের শুরুর ম্যাচেই জিসান আলম যেন বার্তাই দিয়ে রাখলেন একপ্রকার। সিলেট বিভাগের হয়ে ওপেন করতে নেমে ১০ ছক্কায় স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম শতকের দেখা পেলেন ডানহাতি ব্যাটার। বাংলাদেশিদের মধ্যে যা চতুর্থ দ্রুততম। এর আগে পারভেজ হোসেন ইমনের (৪২ বল)। তামিম ইকবালের ৫০ বলের সেঞ্চুরি এবং নাজমুল হোসেন শান্তর ৫১ ও ৫২ বলে সেঞ্চুরি আছে।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা করেছিলেন তৌফিক খান তুষার। তুষার ১৭ বলে ২৯ করে ফিরে যাওয়ার পর রান করতে শুরু করেন জিসান। তবে ফিফটি পর্যন্ত ইনিংস ছিল সাদামাটা। ৪০ বল খেলে ৫২ রান করেন তিনি। এরপরেই দেখা মেলে তার তাণ্ডবের।

আরাফাত সানি জুনিয়রের অফ স্পিন পেয়ে প্রথম বল বাদ দিয়ে বাকি পাঁচ বলেই ছক্কা হাঁকিয়েছেন তিনি। এরপর দ্রুত আরও দুই ছক্কায় ছাড়িয়ে যান নব্বই। নাজমুল ইসলাম অপুর বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি করেছেন। যদিও অপুর বলেই পরে বোল্ড হয়ে থামে তার ইনিংস।

৫৩ বলে ঠিক ১০০ রান করে আউট হন জিসান। ৪ বাউন্ডারির সঙ্গে মারেন ১০ ছক্কা, যার পাঁচটাই মারেন আরাফাত সানি জুনিয়রের এক ওভারে। জিসানের ঝলকের দিনে ঢাকা বিভাগের বিপক্ষে বড় পুঁজি পায় সিলেট। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান করেছে তারা।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.