আজ: বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ইং, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ ডিসেম্বর ২০২৪, বুধবার |

kidarkar

সুজুকি বাংলাদেশ উন্মোচন করলো নতুন সুজুকি জিক্সার ২৫০ সিরিজ

নিজস্ব প্রতিবেদক: সুজুকি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে অনেক প্রতীক্ষিত সুজুকি জিক্সার ২৫০ সিরিজ, যা বাংলাদেশের ২৫০ সিসি সেগমেন্টে মটোজিপি অনুপ্রাণিত পারফরম্যান্স এবং অত্যাধুনিক কাটিং-এজ ডিজাইন দিয়ে এক বিপ্লব এনেছে। লঞ্চিং ইভেন্টটি ঢাকার তেজগাঁওয়ের আলোকিতে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সুজুকি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম আহমেদ এবং সুজুকি বাংলাদেশের বিশিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যেমন: গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর (র‍্যাংকন) রোমো রউফ চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর (র‍্যাংকন হোল্ডিংস লিমিটেড) ফারহানা করিম, ডিরেক্টর (আরএমবিএল) শওন হাকিম, ডিরেক্টর, র‌্যানকন মটর বাইকস্ লিমিটেড। ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ, চিফ অপারেটিং অফিসার এ.কে.এম. তৌহিদুর রহমান এবং হেড অব মার্কেটিং আমীন মাহমুদ।

সুজুকি জিক্সার ২৫০ সিরিজে রয়েছে সুজুকি’র নিজস্ব অয়েল কুলিং সিস্টেম (এসওসিএস) প্রযুক্তিতে চলা একটি উন্নত ২৫০ সিসি ফুয়েল ইনজেকশন (এফআই) ইঞ্জিন যা অসাধারণ পারফরম্যান্স, নির্ভরযোগ্যতা এবং জ্বালানি সাশ্রয় নিশ্চিত করে। এর মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে একটি হালকা চ্যাসিস, ৬-স্পিড গিয়ারবক্স, বাড়তি নিরাপত্তার জন্য ডুয়াল-চ্যানেল এবিএস, এবং সুজুকি’র মোটোজিপি-অনুপ্রাণিত আকর্ষণীয় ডিজাইন।

সুজুকি জিক্সার ২৫০-এর মূল্য ৩৯৯,৯৫০ টাকা, সুজুকি জিক্সার এসএফ ২৫০-এর মূল্য ৪৪৯,৯৫০ টাকা এবং জিক্সার ২৫০ এসএফ মটোজিপি এডিশন ও নাইট্রো নিয়ন এডিশনের মূল্য ৪৬৪,৯৫০ টাকা।

সুজুকি জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০ এখন বাংলাদেশে সুজুকি’র সব অনুমোদিত ডিলারশিপ পয়েন্টে পাওয়া যাচ্ছে। রাইডাররা জিক্সার এসএফ ২৫০ মোটোজিপি এডিশন এবং নাইট্রো নিয়ন এডিশন প্রি-বুক করতে পারবেন।

প্রত্যেক রাইডারের জন্য পারফরম্যান্স, নিরাপত্তা ও স্টাইলের আদর্শ কম্বিনেশন এই সিরিজের বৈচিত্র্যময় রং ও মডেলগুলো ঘুরে দেখতে মোটরসাইকেল-প্রেমীদেরকে আমন্ত্রণ জানাচ্ছে সুজুকি বাংলাদেশ।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.