সিসিসিআই’র প্রশাসকের সাথে আইসিএসবি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
শেয়ারবাজার ডেস্ক : চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এর প্রশাসক এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), চট্টগ্রাম, যুেগ্ম সচিব), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনাব মুহাম্মদ আনোয়ার পাশা এর সাথে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)- এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট (ইনচার্জ) জনাব এম নুরুল আলম এফসিএস এর নেতৃত্বে আইসিএসবি এর প্রতিনিধি দল ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করেন।
আলোচনায় আইসিএসবি এবং সিসিসিআই-এর মধ্যে একটি কৌশলগত সহযোগিতা স্থাপনের মাধ্যমে পারস্পরিক কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়, যা বাণিজ্যিক নগরী চট্টগ্রামে চার্টার্ড সেক্রেটারী শিক্ষাকে ত্বরান্বিত করবে। সভার মূল আলোচ্য বিষয় ছিল ব্যবসায় সুশাসন ও কমপ্লায়েন্স চর্চাকে উন্নত করে দেশের টেকসই উন্নয়নকে এগিয়ে নেওয়া।
উক্ত সভায় চট্টগ্রাম রিজিওনাল চ্যাপ্টার সাব কমিটির চেয়ারম্যান জনাব মো. দেলোয়ার হোসেন এফসিএস, সদস্য জনাব রাজীব সাহা এফসিএস এবং সদস্য জনাব মো. আবুল কালাম আজাদ এসিএস উপস্থিত ছিলেন।