আজ: বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ইং, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ ডিসেম্বর ২০২৪, বুধবার |

kidarkar

সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী এর ৩৯ তম বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক:  বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এর নির্দেশনা অনুযায়ী সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী পিএলসি এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার ১১ই ডিসেম্বর ২০২৪ ইং, হাইব্রিড প্ল্যাটফর্মে দ্যা কিং অব চিটাগাং-এ এবং অনলাইনে লাইভ ওয়েবকাস্ট অনুষ্ঠিত হয়।

কোম্পানির পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান জনাব শামসুল আলম শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব এ এইচ এম হাবিব উল্লাহ, পরিচালকবৃন্দ জনাব মোঃ আলী মরতুজা, জনাব মোঃ এমরানুল হক, মিসেস জোবেদা খানম শাফী, জনাব মোহাম্মদ মহসিন সাকি এবং জনাব নুরে হাবিব নোমান, স্বতন্ত্র পরিচালক জনাব ইঞ্জিনিয়ার আফম ইসহাক ও জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজবাহুর রহমান, কোম্পানির নির্বাহী পরিচালক ও চীফ অডিটর জনাব আহমদুল হক হাসান, এক্সটার্ণাল অডিটর মোসার্স কেএম হাসান এন্ড কোং এর প্রতিনিধি জনাব মোঃ আমিরুল ইসলাম এফ. সি. এ, প্রধান হিসাব কর্মকর্তা জনাব মোহাম্মদ আবু তালেব।

উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব জনাব খাজা মঈন উদ্দিন হোসেন উক্ত সভা সঞ্চালনা করেন এবং তিনি সভার আলোচ্যসূচী সমূহ উপস্থাপনের পাশাপাশি আলোচ্যসূচী সমূহের উপর প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষণা করেন।

উক্ত হাইব্রিড প্রোগ্রামে বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণকারী সাধারণ শেয়ারহোল্ডারবৃন্দ এজিএম লিংকে প্রবেশের মাধ্যমে সভা শুরুর ২৪ ঘন্টা পূর্ব থেকে সভা চলাকালীন সময় পর্যন্ত কোম্পানির সার্বিক বিষয়ে তাঁদের মূল্যবান প্রশ্ন ও মতামত পেশ করেন এবং স্বতঃস্ফূর্তভাবে তাঁদের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে কোম্পানির ৩৯তম বার্ষিক সাধারণ সভার আলোচ্যসূচী সমূহের অনুমোদন করেন। উক্ত বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারবৃন্দের জন্য ১০% নগদ লভ্যাংশ এর ব্যাপারে কোম্পানির পরিচালকমণ্ডলীর প্রস্তাব অনুমোদনের মাধ্যমে কোম্পানির ৩৯তম বার্ষিক সাধারণ সভার অন্যান্য আলোচ্যসূচী সমূহ অনুমোদিত হয়।

শেয়ারহোল্ডারবৃন্দের বিভিন্ন প্রশ্ন ও মতামতের ভিত্তিতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব এ এইচ এম হাবিব উল্ল্যাহ তার মূল্যবান বক্তব্য প্রদান করেন।

পরিশেষে কোম্পানির চেয়ারম্যান জনাব শামসুল আলম শামীম জ্বালানী মন্ত্রনালয়, BSEC, DSE, CSE, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সহ সরকারের দায়িত্বশীল সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং অংশগ্রহণকারী সকল শেয়ারহোল্ডারদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.