নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এক গুণীজন সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে কবিতা সাহিত্য ও গবেষণায় দীর্ঘদিনের অবদানের জন্য মার্কেটিং ডিপার্টমেন্ট ‘আজীবন সম্মাননা”য় ভূষিত করেন ড. সিরাজুল ইসলাম চৌধুরী, ইমেরিটাস অধ্যাপক , ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলা সাহিত্যের ৭ দশকের অন্যতম প্রধান কবি হেলাল হাফিজকে।
মার্কেটিং অ্যালামনাইর পক্ষ থেকে
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মমতাজ আহসান বকুল (আহবায়ক ,সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক উপকমিটি, সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি) বিশেষ অতিথি ছিলেন ফাহিম হোসেন চৌধুরী ( বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী)এবং অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ড. ইসরাত তানিয়া, সহযোগী অধ্যাপক, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।
আরো উপস্থিত ছিলেন মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও ঢাবি মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম ,মার্কেটিং বিভাগের শিক্ষকবৃন্দ এবং মার্কেটিং অ্যালামনাইর সদস্যবৃন্দ।