আজ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ইং, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার |

kidarkar

সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক ফিলিস্তিন, পাকিস্তান ও বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক : পেশাগত দায়িত্ব পালনের সময় বিশ্বজুড়ে ২০২৪ সালে ৫৪ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে পাঁচজনই বাংলাদেশি। নিহতের তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) বৃহস্পতিবারের (১২ ডিসেম্বর) বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর এএফপির।

খবরে বলা হয়েছে, এবারে বিশ্বজুড়ে যতজন সাংবাদিক নিহত হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর হাতে। আরএসএফ বলছে, চলতি বছর ১৮ জন সাংবাদিকের নিহতের ঘটনার জন্য ইসরায়েলি বাহিনী দায়ী। ১৬ জন সাংবাদিক গাজায় নিহত হয়েছেন এবং দুই জন নিহত হয়েছেন লেবাননে।

আরএসএফ তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৪ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় শীর্ষে ফিলিস্তিন। গত পাঁচ বছরে দেশটিতে সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন। এরপরে সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশ হচ্ছে পাকিস্তান। দেশটিতে ২০২৪ সালে সাতজন সাংবাদিক নিহত হয়েছে। তালিকার এর পরের নাম দুইটি হলো বাংলাদেশ ও মেক্সিকো। উভয় দেশে পাঁচজন করে সাংবাদিক নিহত হন।

এর আগে ২০২৩ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী নিহত সাংবাদিকের সংখ্যা ছিল ৪৫ জন। এ ছাড়া আরএসএফ বলছে, ডিসেম্বরের ১ তারিখ পর্যন্ত বিশ্বব্যাপী ৫৫০ জন সাংবাদিককে বন্দী করা হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ৫১৩ জন।

যেসব দেশে সবচেয়ে বেশিজন সাংবাদিককে আটকে রাখা হয়েছে তাদের মধ্যে রয়েছে চীন, মিয়ানমার এবং ইসরায়েল। চীনে ১২৪ জন, মিয়ানমারে ৬১ জন এবং ইসরায়েলে ৪১ সাংবাদিককে বন্দী করা হয়েছে।

এ ছাড়া আরও ৫৫ জন সাংবাদিককে বর্তমানে জিম্মি করে রাখা হয়েছে। এদের মধ্যে ২৫ জনকে জিম্মি করে রেখেছে ইসলামিক স্টেট (আইএস)। সেইসঙ্গে ৯৫ জন সাংবাদিক নিখোঁজ রয়েছেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.