আজ: শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ইং, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার |

kidarkar

মাত্র ১৭ হাজার ৯০০ টাকায় পাচ্ছেন মিনিস্টারের ৩২ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি

নিজস্ব প্রতিবেদক: ডিসেম্বরে দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মিনিস্টার নিয়ে এলো তাদের ৩২ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভির (মডেল: MI32K60SAB) জন্য এক দারুণ অফার। এই মাসজুড়ে গ্রাহকরা ২৫ হাজার ৬৯৯ টাকা মূল্যের এই পণ্যটি মাত্র ১৭ হাজার ৯০০ টাকায় কিনতে পারবেন।

এছাড়াও থাকছে ২ হাজার টাকার ক্যাশ ভাউচার যা এই অফারকে আরও আকর্ষণীয় করেছে। সাথে তো অস্থির বাজারে স্বস্তির অফারে “কোটিপতি হোন” অফার থাকছেই। এই অফারের যেকোনো পণ্য কিনলেই পেয়ে যাবেন স্ক্র্যাচ কার্ড, আর কার্ড ঘষলেই হতে পারেন কোটিপতি অথবা লাখপতি। তাছাড়াও পেয়ে যাবেন একটি পণ্য কিনে পণ্য পাওয়ার সুযোগ।

ডিসেম্বরে শীতের এই উৎসবমুখর সময়ে প্রযুক্তিপ্রেমী গ্রাহকদের জন্য মিনিস্টারের এই অফার বিশেষ সাশ্রয়ের সুযোগ এনে দিচ্ছে। যারা আধুনিক এবং সাশ্রয়ী দামে উন্নতমানের ইলেকট্রনিক্স পণ্য কিনতে চান, তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ। মিনিস্টারের ৩২ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি অত্যাধুনিক ফিচারে সমৃদ্ধ, স্টাইলিশ এবং চমৎকার একটি লুক প্রদান করে যা আপনাকে দেবে স্মার্ট টেকনোলজির সেরা অভিজ্ঞতা। এই টিভিতে রয়েছে আই প্রোটেকশন টেকনোলজি, যা দীর্ঘ সময় টিভি দেখার পরেও চোখের আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করে। এছাড়াও আছে সর্বাধিক ভিডিও রেজোলিউশন, শক্তিশালী প্রসেসর যা টিভির কার্যক্ষমতা বাড়ায় এবং দ্রুত পারফরম্যান্স নিশ্চিত করে। দ্রুত সিপিইউ ফ্রিকোয়েন্সি নিশ্চিত করে যে টিভি দ্রুতগতিতে কাজ করবে এবং মেনুতে নেভিগেশন বা অ্যাপস চালানোর সময় কোন ল্যাগ হবে না। উন্নত গ্রাফিক্স কার্ডের কারণে ভিডিওর ভিজ্যুয়াল কোয়ালিটি আরও ভালো হয় এবং গেমিং অভিজ্ঞতা উন্নত করে। এই টিভি পর্যাপ্ত র্যাম স্মার্ট টিভির কার্যক্ষমতা উন্নত করে, আর ৮ জিবি ইএমএমসি স্টোরেজ বিভিন্ন অ্যাপ এবং ডেটা সংরক্ষণের জন্য যথেষ্ট।

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগের এই বড় আসর পরিবার এবং বন্ধুবান্ধবদের নিয়ে উপভোগ করার সুযোগ কিন্তু করে দিচ্ছে শুধুমাত্র মিনিস্টার। যারা মানসম্মত প্রযুক্তির সেরা পণ্য খুঁজছেন, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।

অফারটি সম্পর্কে জানতে চাইলে কোম্পানিটির হেড অব ব্র্যান্ড সোহেল কিবরিয়া বলেন, “মিনিস্টার সবসময়ই গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে উন্নতমানের পণ্য নিয়ে আসার চেষ্টা করে। ডিসেম্বরে আমাদের এই অফার গ্রাহকদের জন্য একটি উপহারস্বরূপ।”

সর্বশেষ অফার বা যে কোন তথ্য জানতে ভিজিট করুন মিনিস্টার ওয়েবসাইটে https://ministerbd.com/ অথবা যোগাযোগ করতে পারেন হটলাইন: 09606 700 700/ ০৯৬০৬ ৭০০ ৭০০ নম্বরে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.