আজ: শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ইং, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার |

kidarkar

সিলেটের লিডিং ইউনিভার্সিটি ও মেট্রোপলিটান ইউনিভার্সিটিতে ‘ক্যারিয়ারটক’ সেশন আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: ব্র্যাক ব্যাংক সম্প্রতি সিলেটের দু’টি প্রখ্যাত বিশ্ববিদ্যালয়— লিডিং ইউনিভার্সিটি এবং মেট্রোপলিটান ইউনিভার্সিটিতে ক্যারিয়ার পরামর্শমূলক উদ্যোগ ‘ক্যারিয়ারটক’ সেশন আয়োজন করেছে।

শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা এবং চাকরির বাজারের জন্য প্রস্তুত হওয়ার অনুপ্রেরণা ও দিকনির্দেশনা প্রদানের উদ্দেশ্যেই সিলেটের বিশ্ববিদ্যালয় দু’টিতে কনসালটেশন সেশন আয়োজন করা হয়।

২০ নভেম্বর ২০২৪ লিডিং ইউনিভার্সিটিতে এই সেশনটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী, ভাইস-চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

২১ নভেম্বর ২০২৪ মেট্রোপলিটান ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এই সেশনটিতে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর মো. তাহের বিল্লাল খলিফা, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স-এর ডিন ড. মোহাম্মদ জামাল উদ্দিন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ প্রধান প্রফেসর ড. তোফায়েল আহমেদ এবং আইন ও বিচার বিভাগ প্রধান ড. এম. জেড. আশরাফুল।

ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উভয় সেশনেই উপস্থিত ছিলেন হেড অব হিউম্যান রিসোর্সেস আখতারউদ্দিন মাহমুদ, সিলেট রিজিয়নের প্রধান রেজাউর রহমান এবং অন্যান্য কর্মকর্তাগণ।

সেশনগুলোতে তরুণ প্রতিভা গড়ে তোলার প্রতি ব্যাংকের অঙ্গীকারের কথা তুলে ধরেন ব্র্যাক ব্যাংকের হেড অব হিউম্যান রিসোর্সেস আখতারউদ্দিন মাহমুদ। তিনি বলেন, “দেশের ব্যাংকিং খাতে চাকরির জন্য সবচেয়ে পছন্দের প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি হল ব্র্যাক ব্যাংক। ‘ক্যারিয়ারটক’ এর মতো উদ্যোগের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের ক্যারিয়ারে সফল হতে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতার মাধ্যমে প্রস্তুত করতে চাই। আমাদের ‘ইয়াং লিডারস প্রোগ্রাম’ ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার জন্য আমাদের প্রচেষ্টার একটি উজ্জ্বল উদাহরণ। আমরা ব্র্যাক ব্যাংক-কে তরুণ প্রজন্মের প্রথম পছন্দের কর্মস্থল হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।”

এই সেশন দু’টি শিক্ষার্থী এবং শিক্ষকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে, যা নতুন প্রজন্মকে কর্মজীবনে সফল পেশাজীবী হিসেবে গড়ে তুলতে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতি প্রতিফলিত করেছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.