আজ: শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ইং, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার |

kidarkar

যুক্তরাষ্ট্রের স্ট্যান্টন ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটির মধ্যে শিক্ষা সমঝোতা স্মারক স্বাক্ষরিত।

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত স্ট্যান্টন ইউনিভার্সিটি ও বাংলাদেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির মধ্যে একটি শিক্ষা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে উচ্চ শিক্ষার্থে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়সহ ব্যবসায় প্রশাসন ও আইটি ভিত্তিক শিক্ষার উৎকর্ষে উভয়ে এক সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ) বাংলাদেশ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এই এমওইউ স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ ইউনিভার্সিটির রেজিস্ট্রার ব্রি. জে. মো: মাহবুবুল হক (অব.) এবং স্ট্যান্টন ইউনিভার্সিটির বাংলাদেশ রিজিওনাল ম্যানেজার মিস আয়শা আক্তার এই সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম, ফ্যাকাল্টি অব ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি অনুষদের ডীন অধ্যাপক ড. মো: তাজুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার (জনসংযোগ) সোহেল আহসান নিপু এবং স্ট্যান্টন ইউনিভার্সিটির মার্কেটিং এক্সিকিউটিভ মো: ইমন খান উপস্থিত ছিলেন।

এই সমঝোতা চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান যৌথ গবেষণা, নতুন নতুন একাডেমিক উদ্ভাবন, শিক্ষক-শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় সহজে পরিবর্তন বা বিনিময় প্রোগ্রাম এবং বিইউ’র শিক্ষার্থীদের স্কলারশিপ বা বৃত্তির সুযোগ সৃষ্টি করবে। বৈশ্বিক শিক্ষার মাধ্যমে বর্তমান চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করে আন্তর্জাতিক এই শিক্ষা প্রতিষ্ঠানটির সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার উদ্দেশ্যেই বাংলাদেশ ইউনিভার্সিটি ও স্ট্যান্টন ইউনিভার্সিটি এই সমঝোতায় আবদ্ধ হয়।

শিক্ষা সমঝোতা চুক্তি স্বাক্ষরের পরে স্ট্যান্টন ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার ডেভলপমেন্ট বিষয়ক এক সেমিনারের আয়োজন করে। সেমিনারটি পরিচালনা করেন স্ট্যান্টন ইউনিভার্সিটির বাংলাদেশ প্রধান মিস আয়শা আক্তার। অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.