আজ: বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ইং, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ ডিসেম্বর ২০২৪, শনিবার |

kidarkar

মাহরীন ফেরদৌসের ‘অরিগামির গোলকধাঁধায়’নিয়ে আলোচনা করেছে ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি মাহরীন ফেরদৌসের ছোটগল্পের সংকলন ‘অরিগামির গোলকধাঁধায়’ নিয়ে আলোচনা করেছেন ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের সদস্যরা।

এটি রিডিং ক্যাফের সদস্যদের পঠিত ২০তম বই, যা সদস্যদের মধ্যে সাহিত্যপ্রেম জাগ্রত করার প্রতি তাদের প্রতিশ্রুতি আরও দৃঢ়ভাবে তুলে ধরে।

এই আলোচনায় মাহরীন ফেরদৌসের গল্প বলার গভীরতা এবং বিশেষত প্রণয়পীড়িত চরিত্রগুলোর নিখুঁত চিত্রায়ন নিয়ে সদস্যরা মতবিনিময় করেন। লেখিকা যে দক্ষতায় চরিত্রের মনোজগৎ ও আবেগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন, তা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। মাহরীনের স্বকীয় রাবীন্দ্রিক সমাপ্তি, অপ্রত্যাশিত এবং চিন্তাশীল উপসংহার— গল্পগুলোর আকর্ষণীয় বৈশিষ্ট্য হিসেবে প্রশংসিত হয়।

সদস্যরা লেখিকার ভিন্নধর্মী লেখনী ও ভাষাশৈলীর প্রশংসা করেন এবং তার সৃজনশীল গল্প বলার পদ্ধতি, গল্পগুলোকে আরো সমৃদ্ধ করেছে বলে মন্তব্য করেন।

আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের সদস্যরা প্রখ্যাত গল্পকার হরিশংকর জলদাসের দুটি রচনা – একটি উপন্যাস ও একটি ছোটগল্প সংকলন নিয়ে আলোচনা করবেন।

ব্যাংকের সাহিত্যপ্রেমীদের জন্য ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে, যেখানে তারা একত্রিত হয়ে মতবিনিময় করেন এবং বই পড়ার বিষয়টিকে একটি উৎসব হিসেবে উদযাপন করেন।

 

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.