লভ্যাংশ বিতরণে ব্যর্থতায় জরিমানার মুখে ৯ কোম্পানির পরিচালকরা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯টি কোম্পানির পরিচালকরা নির্ধারিত সময়সীমার মধ্যে শেয়ারহোল্ডারদের ঘোষিত ডিভিডেন্ড বিতরণে ব্যর্থ হওয়ায় জরিমানার মুখে পড়ছেন।
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিগুলোকে ডিভিডেন্ড বিতরণ করার জন্য সর্বশেষ ১৫ ডিসেম্বরের সময়সীমা বেঁধে দিয়েছিল।
কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যেও তারা শেয়ারহোল্ডারদের কাছে ডিভিডেন্ড পাঠাতে ব্যর্থ হয়েছেন বিধায় কোম্পানিগুলোর পরিচালকদের উল্লেখযোগ্য পরিমাণে জরিমানা আরোপ করছে বিএসইসি।
কোম্পানিগুলো বিডি পেইন্টস, ওরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ, সাফকো স্পিনিং মিলস, মামুন এগ্রো প্রোডাক্টস, লুব-রেফ (বাংলাদেশ), কৃষিবিড ফিড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, প্যাসিফিক ডেনিমস এবং কৃষিবিদ সীড।
বিএসইসি জানিয়েছে, দু’বছর আগে ২০২১-২২ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছিল কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ। কিন্তু সিকিউরিটিজ আইন অনুযায়ি নির্ধারিত সময়ের মধ্যে ঘোষিত ডিভিডেন্ডের অর্থ কোম্পানিগুলো তাদের শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করেনি।
বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এবং শেয়ারবাজারের সার্বিক উন্নয়নের জন্য বিএসইসি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ডিভিডেন্ড বিতরণে ব্যর্থ কোম্পানিগুলোর পরিচালকদের (স্বাধীন পরিচালক ব্যতীত) জরিমানা আরোপের সিদ্ধান্ত নেয়।
তবে জরিমানা আরোপের সিদ্ধান্ত নেয়া হলেও কমিশন কোম্পানিগুলোকে ঘোষিত ডিভিডেন্ড বিতরণের সুযোগ দেওয়ার জন্য একটি সময়সীমাও নির্ধারণ করে দিয়েছিল। যা ছিল ১৫ ডিসেম্বর, ২০২৪।
যদি ব্যবস্থাপনা পরিচালকসহ কোম্পানির পরিচালকরা নির্ধারিত সময়সীমার মধ্যে ডিভিডেন্ড বিতরণে ব্যর্থ হয়, তাহলে তাদের ওপর ১০ লক্ষ টাকা থেকে ২ কোটি টাকার বেশি অর্থ জরিমানা করা হতে পারে।
আর যদি আরোপিতজরিমানার অর্থ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করা না হয়, তাহলে প্রতিদিন তাদেরকে ১০ হাজার টাকা করে বাড়তি জরিমানা আরোপ করা হবে।
বিএসইসি সূত্রে জানা গেছে, ইতোমধ্যে অ্যাসোসিয়েটেড অক্সিজেন ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করেছে। এজন্য কোম্পানিটিকে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
শেয়ারবাজারের তালিকাভুক্তির বিধি অনুসারে, তালিকাভুক্ত কোম্পানিগুলোকে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদনের ৩০ দিনের মধ্যে ঘোষিত বা অনুমোদিত ক্যাশ ডিভিডেন্ড বিতরণ করতে হয়।
যদি কোনও তালিকাভুক্ত কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে ডিভিডেন্ড প্রদান করতে ব্যর্থ হয়, তাহলে এর পরিচালকরা যৌথভাবে এবং একযোগে দায়বদ্ধ হবেন এবং তাদেরকে প্রতিদিন ৫ হাজার টাকা করে জরিমানা প্রদান করতে হবে।
বিএসইসি সূত্রে জানা গেছে, ডিভিডেন্ড বিতরণে ব্যর্থ হওয়া কোম্পানিগুলোর মধ্যে বিডি পেইন্টসের পরিচালকদের ৯৭ লাখ টাকা, ওরিজা এগ্রো ৪৭ লাখ টাকা, সাফকো স্পিনিং ২০ লাখ টাকা, পেসিফিক ডেনিমস ১৩ লাখ টাকা, লুব-রেফ ২ কোটি ৩৫ লাখ টাকা, মামুন এগ্রো ১৩ লাখ টাকা, কৃষিবিদ ফিড ১০ লাখ টাকা এবং কৃষিবিদ সীড ১০ লাখ টাকা জরিমানা আরোপ করা হতে পারে।