আজ: রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ইং, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ ডিসেম্বর ২০২৪, রবিবার |

kidarkar

৫৪ বলে ৯১, অতঃপর থামলেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : এনসিএলে ব্যাট হাতে ছুটছেন তামিম ইকবাল। ঝোড়ো ফিফটির পর এবার সেঞ্চুরির দোড়গোড়ায় ছিলেন টাইগার ওপেনার। আজ সিলেটে ব্যাট করতে নেমে সেঞ্চুরির আশা জাগিয়ে শেষ পর্যন্ত ৫৪ বলে ৯১ রানের মাথায় মেহেদি হাসানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে বছর খানেকেরও বেশি সময় ধরে নেই তামিম ইকবাল। তবে এই সময়ে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন সাবেক এই অধিনায়ক। চলমান এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেটেও খেলছেন তামিম। এই লিগ দিয়ে দীর্ঘ ৭ মাস পর ফিরেছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে।

এনসিএলে নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে খেলছেন তামিম। আসরের প্রথম ম্যাচে সুবিধা করতে না পারলেও রান পেয়েছিলেন দ্বিতীয় ম্যাচেই। সিলেটের বিপক্ষে ৩৩ বলে ৬৫ রানের ইনিংস খেলে দলকে জেতানোর ম্যাচে ম্যাচসেরাও হয়েছিলেন এই অভিজ্ঞ ওপেনার। পরের ম্যাচে ২১ রানের অপরাজিত ইনিংস খেলেন।

আজ (রোববার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এনসিএলের চতুর্থ রাউন্ডের ম্যাচে বরিশাল বিভাগের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম বিভাগ। টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নেয় তামিমের দল।

মাহমুদুল হাসান জয়কে নিয়ে ৩৮ রানের উদ্বোধনী জুটি গড়েন তামিম। ১৬ বলে ২২ রান করে জয় বিদায় নিলেও অন্য প্রান্তে টিকে থাকেন তামিম। ৩৭ বলে অর্ধশতক পূর্ণ করে আরও আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন সাবেক টাইগার অধিনায়ক।

অর্ধশতক পূর্ণ করার পরের ১৪ বলে করেন ৪১ রান। যদিও শেষ পর্যন্ত সেঞ্চুরির আক্ষেপ নিয়েই ফিরতে হয়েছে।ব্যক্তিগত ৯১ রানের সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন। ৭টি চার ও ৬টি ছক্কায় সাজানো ছিল তামিমের ইনিংসটি। স্ট্রাইক রেট ছিল ১৬৮.৫২।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.