স্পেসজিরোর লক্ষ্য নতুন নতুন উদ্ভাবন ও পরিবেশবান্ধব টেকসই নির্মাণের মাধ্যমে সমাজে অবদান রাখা।
চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের গ্রাহকরা স্পেসজিরো এ আকর্ষণীয় অফার এবং ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন, যা তাদের জীবনধারার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে। পাশাপাশি, স্পেসজিরোর মাধ্যমে রেফার করা ব্যক্তিরা প্রাইম ব্যাংক থেকে বিশেষ সুবিধা পাবেন। গ্রাহক সেবায় নতুন মাত্রা যোগ করতে সিম্পলট্রি’র মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব স্থাপন ব্যাংকের প্রতিশ্রুতি প্রতিফলন।
প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা ও চিফ রিস্ক অফিসার মো. জিয়াউর রহমান এবং স্পেসজিরোর হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট এন্ড কাস্টমার ম্যানেজমেন্ট গাজী জাহিদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশন মো. আসিফ বিন ইদ্রিস এবং স্পেসজিরোর হেড অফ কর্পোরেট অ্যাফেয়ারস মেসবাহ উদ্দিন আহমেদ সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।