নিজস্ব প্রতিবেদক: ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর নবগঠিত ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির ৪র্থ সভা রোববার (১৫ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সম্মানিত চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর।
উপস্থিত ছিলেন ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য ড. শহিদুল ইসলাম জাহীদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শফিউদ্দিন আহমেদ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। সভায় ব্যাংকের ঝুঁকি সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশদ আলোচনা করা হয় এবং ঝুঁকির পরিমাণ কমিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়।