আজ: রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ইং, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ ডিসেম্বর ২০২৪, রবিবার |

kidarkar

IWS অনলাইন স্কুলে বাংলাদেশের শিক্ষার্থীরা পাবে ৪০% পর্যন্ত স্কলারশিপ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা সহজলভ্য করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ডিজিটাল শিক্ষার পথিকৃৎ IWS অনলাইন স্কুল।

সেই সঙ্গে মেধাভিত্তিক ও প্রতিযোগিতামূলক শিক্ষা নিশ্চিতে ৪০% পর্যন্ত স্কলারশিপ ঘোষণা করেছে IWS অনলাইন স্কুল। একটি কম্পিউটার বেজড পরীক্ষার মাধ্যমে এই স্কলারশিপ দেওয়া হবে যা অনুষ্ঠিত হবে আগামী ২১ ডিসেম্বর ২০২৪, বাংলাদেশের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। এতে গণিত ও ইংরেজি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শ্রেণি থেকে এ লেভেল পর্যন্ত সকল শিক্ষার্থীদের পরীক্ষাটি উন্মুক্ত। কোনো রেজিস্ট্রেশন বা অংশগ্রহণ ফি নেই। আগ্রহী শিক্ষার্থীদের ২০ ডিসেম্বর ২০২৪ রাত ১১টার মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
স্কলারশিপ ক্যাটাগরিতে রয়েছে প্রথম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১ম পুরস্কারে ৪০% স্কলারশিপ, ২য় পুরস্কারে ৩৫%, এবং ৩য় পুরস্কারে ৩০% স্কলারশিপ। আর নবম শ্রেণি থেকে এ লেভেল পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ১ম পুরস্কারে ১০%, ২য় পুরস্কারে ৫% এবং ৩য় পুরস্কারে থাকছে ৩% স্কলারশিপ।

বাংলাদেশের প্রথম ডিজিটাল স্কুল হিসেবে IWS অনলাইন স্কুল ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন (সিএআইই) দ্বারা অনুমোদিত। এটি ব্রিটিশ কারিকুলাম অনুসরণ করে এবং ইউনাইটেড কিংডম রেজিস্টার অব লার্নিং প্রোভাইডারস (ইউকেআরএলপি) ও কাউন্সিল অব ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল (সিওবিআইএস) থেকেও স্বীকৃতি পাওয়া, যা নিশ্চিত করে এর প্রোগ্রামগুলো আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে।

IWS অনলাইন স্কুল অভিজ্ঞ ব্রিটিশ শিক্ষক দিয়ে পাঠ দিয়ে থাকে এবং শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ লাইফ-স্কিল ও একাডেমিক কৃতিত্বের মধ্যে সমন্বয় করে। স্কলারশিপ পরীক্ষাটি উদ্ভাবনী ডিজিটাল টুল ব্যবহারের মাধ্যমে এমনভাবে ডিজাইন করা হয়েছে যা শিক্ষার্থীদের সম্ভাব্যতা মূল্যায়ন করবে।

অত্যাধুনিক ভার্চুয়াল রিয়েলিটি (VR) এবং সিমুলেটেড রিয়েলিটি (SR) প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দিয়ে থাকে IWS অনলাইন স্কুল। এছাড়াও ক্যারিয়ার কাউন্সেলিং এবং যুক্তরাজ্যে ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের নানাভাবে সাহায্য করে প্রতিষ্ঠানটি, যাতে তারা একাডেমিক ও পেশাগতভাবে সফল হতে পারে।
বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য IWS অনলাইন স্কুলের এই উদ্যোগে সহযোগিতা করছে সিএস মেটা লিমিটেড, যা যুক্তরাজ্যের বিখ্যাত আইটি হাবভিত্তিক গ্লোবাল সিএস ভ্যালির (CS Valley) সহযোগী প্রতিষ্ঠান ও One Canada Square, Canary Wharf, London, England-এর লেবেল 39-এ অবস্থিত। সিএস গ্রুপের সহযোগিতায় এই স্কলারশিপ প্রোগ্রাম একাডেমিক কৃতিত্ব, লিডারশিপ, ও মেধা যাচাইয়ের ভিত্তিতে বাংলাদেশের শিক্ষার্থীদের আংশিক এবং সম্পূর্ণ স্কলারশিপ দেবে।

রেজিস্ট্রেশন ও আরো তথ্য জানতে অভিভাবক ও শিক্ষার্থীরা ভিজিট করুন https://iwsonlineschool.co.uk/partners/cs. সিএস মেটা লিমিটেড নিয়ে আরও জানতে ভিজিট করুন https://csmeta.pro/#iwsonlineschool.

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.