বিডিকম অনলাইনের ২৮তম এজিএম অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: বিডিকম অনলাইন লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে ১৭ ডিসেম্বর, ২০২৪ (মঙ্গলবার) সকাল ১০:৩০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে।
কোম্পানির চেয়ারম্যান জনাব ওয়াহিদুল হক সিদ্দিকীর সভাপতিত্বে সভায় পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ নজরুল ইসলাম (অবঃ), স্বতন্ত্র পরিচালক, প্রধান হিসাব কর্মকর্তা এবং বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।
সভায় ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক হিসাব, পরিচালনা পর্ষদ এবং নিরীক্ষকের প্রতিবেদন গ্রহণ ও অনুমোদন করা হয়। পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ৫% নগদ লভ্যাংশ এবং ৫% স্টক লভ্যাংশ ঘোষণা ও অনুমোদন করা হয়।
উল্লেখ্য, কোম্পানির শেয়ারহোল্ডাররা পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে কোম্পানির টেকসই উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।