আজ: বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ইং, ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৭ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার |

kidarkar

ডি-৮ সম্মেলনে যোগ দিতে আজ রাতে মিশর যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ডি-৮ সম্মেলনে যোগ দিতে আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় মিসরের উদ্দেশে রওনা দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার।

আজাদ মজুমদার বলেন, ডি-৮ সম্মেলনটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। দেশের অর্থনৈতিক বিষয়ে গতিশীলতা আনতে এই সম্মেলন সহায়ক ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন অনুযায়ী ঐকমত্য কমিশন গঠন করা হবে। এটি সম্ভব হলে নির্বাচনের সঠিক সময় দিনক্ষণ ধরে বলা যাবে। এরইমধ্যে নির্বাচনের অন্যান্য প্রস্তুতির কাজ চালিয়ে নেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ডি-৮ সম্মেলনে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সাথে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ৩০ অক্টোবর বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি ডি-৮ সম্মেলনে যোগ দিতে দেশটির রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসির আমন্ত্রণপত্র ড. ইউনূসের কাছে হস্তান্তর করেন। তখন, ডি-৮ সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের কীভাবে সমর্থন করা যায় তা নিয়ে আলোচনা হবে বলেও জানান এই কূটনিতিক।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ১৫ জুন ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে উন্নয়ন সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে ডি-৮ গ্রুপটি যাত্রা শুরু করে। ডি-৮ এর প্রাথমিক লক্ষ্য ছিল বিশ্ব অর্থনীতিতে সদস্য রাষ্ট্রগুলোর অবস্থানকে শক্তিশালী করা, বাণিজ্যের নতুন সুযোগ সৃষ্টি করা, আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়ানো এবং সদস্য দেশগুলোর জীবনযাত্রার মান উন্নয়ন ইত্যাদি।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.