আজ: বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ইং, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ ডিসেম্বর ২০২৪, বুধবার |

kidarkar

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিএটিবি’র জন্য জেনারেটর সরবরাহ করবে এনার্জিপ্যাক

নিজস্ব প্রতিবেদক:  ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) জন্য এফজি উইলসন জেনারেটর সরবরাহ করবে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। নির্ভরযোগ্য বিদ্যুৎ সমাধান নিশ্চিতে সহায়ক ভূমিকা রাখবে এই জেনারেটর। এই লক্ষ্যে সম্প্রতি এই দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির আওতায়, এনার্জিপ্যাক বিএটি বাংলাদেশকে তিন সেট এফজি উইলসন জেনারেটর সরবরাহ করবে। এই জেনারেটরগুলো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণের মাধ্যমে বিএটিবিকে এর অপারেশনাল দক্ষতা বাড়াতে সাহায্য করবে।

এনার্জিপ্যাকের পক্ষ থেকে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশীদ এবং চিফ বিজনেস অফিসার মোহাম্মদ মাসুম পারভেজ (মেরিন ইঞ্জিনিয়ার)। বিএটি বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

হুমায়ুন রশীদ এই চুক্তি সম্পর্কে বলেন, ‘এই কৌশলগত অংশীদারিত্ব উভয় প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে টেকসই অনুশীলনের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন। জ্বালানি নিরাপত্তা সংশ্লিষ্ট লক্ষ্য অর্জনের জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে এরকম আরও সহযোগিতামূলক উদ্যোগ প্রয়োজন।’

উল্লেখ্য, বিশ্বব্যাপী সমাদৃত ব্র্যান্ড এফজি উইলসন জেনারেটর বিভিন্ন ধরণের অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করে থাকে। ৬.৮ থেকে ২ হাজার ৫০০ কেভিএ পর্যন্ত বিস্তৃত পরিসরের ডিজেল-জ্বালানি চালিত জেনারেটর সেট রয়েছে এফজি উইলসনের। এনার্জিপ্যাক বাংলাদেশে এফজি উইলসন জেনারেটরের একমাত্র পরিবেশক।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.