আজ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ইং, ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ ডিসেম্বর ২০২৪, বুধবার |

kidarkar

নতুন দিনের নতুন রেফ্রিজারেটর

নিজস্ব প্রতিবেদক: আপনার রান্নাঘর আপনারই রুচির প্রকাশ করে। পরিবারের প্রিয় মানুষগুলোর জন্য প্রতিদিনের সাধারণ রান্নাবান্নার মধ্য দিয়েই এখানে তৈরি হয় অসাধারণ কিছু মুহুর্ত, প্রিয় কিছু স্মৃতি। তাই আপনার রান্নাঘরের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ রেফ্রিজারেটরটিরও হওয়া চাই সাধারণের চেয়ে একটু বেশি কিছু।

বাজারে আসা বিভিন্ন ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তিসুবিধা সম্পন্ন আধুনিক রেফ্রিজারেটরগুলো এখন রীতিমতো রেফ্রিজারেশনের সংজ্ঞাই বদলে দিচ্ছে। উদ্ভাবনী ডিজাইন আর আকার-আকৃতিগত নতুনত্বের কারণে রান্নাঘর বা ডাইনিং স্পেসের সেরা ব্যবহার নিশ্চিত করছে এই রেফ্রিজারেটরগুলো। তবে সেক্ষেত্রে স্টোরেজ স্পেসেও ছাড় দিতে হবে – এমনটা ভাবার কোনো কারণ নেই। নতুন প্রজন্মের এই রেফ্রিজারেটরগুলো বাইরে থেকে যতটা স্লিক-এন্ড-স্লিম দেখায়, ভেতরে ততটাই প্রশস্ত, আর খাবারের গুণমান অটুট রাখতেও সমান কার্যকর।

শীতের আলসে আমেজ আর বছর শেষে বিভিন্ন ছুটিকে সামনে রেখে অনেকেই এখন পরিবার আর বন্ধু-বান্ধব নিয়ে গেট-টুগেদার আয়োজন করছেন। অনেকের জন্য একসাথে রান্নার আয়োজন করতে চাই প্রচুর পরিমাণ বাজারসদাই। এক্ষেত্রে যে কারো সেরা সমাধান হতে পারে নতুন ডিজাইনের এই রেফ্রিজারেটরগুলো, যাতে আপনার গত রাতের পিজ্জা থেকে ব্লু চিজের সিক্রেট স্ট্যাশ – সবই এঁটে যাবে কোনো ঝক্কি ছাড়াই! কোটা, মেটালিক, গ্লাস-সহ বিভিন্ন নজরকাড়া ফিনিশিংয়ের এই রেফ্রিজারেটরগুলো ঘরের সৌন্দর্য্য আর নান্দনিকতাও বহুগুণে বাড়িয়ে তুলবে।

নজরকাড়া ডিজাইনের পাশাপাশি সর্বাধুনিক প্রযুক্তির এআই, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার জোরে এই রেফ্রিজারেটরগুলোর গুণ, অর্থাৎ কার্যকারিতাও আগের চাইতে অনেকটা বেড়েছে। ব্যবহারকারীর বিভিন্ন অভ্যাস পর্যালোচনা করে সে অনুযায়ী সেরা সমাধান দিতে সক্ষম এই রেফ্রিজারেটরগুলো। ভেতরের খাবারের পরিমাণ, পরিবারের সদস্যদের খাবার গ্রহণের রুটিন, ইত্যাদি বিবেচনা করে ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে বাড়ির এই স্মার্ট অনুষঙ্গ। পাশাপাশি, এটি বিদ্যুৎ সাশ্রয়ের উপায়ও বলে দেবে আপনাকে, তাই দীর্ঘদিনের জন্য কোথাও বেড়াতে গেলে কিংবা সাধারণ বাজারসদাই রুটিনে হঠাৎ কোনো পরিবর্তন আসলেও চিন্তার কিছু নেই – যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে স্মার্টফোনের কয়েকটি বাটন চাপ দিলেই নিজেকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে নেবে আপনার স্মার্ট রেফ্রিজারেটর।

বাড়িতে নতুন একটি অনুষঙ্গ যুক্ত হলে কার না ভালো লাগে? শৌখিন গৃহী মাত্রই প্রতিনিয়ত বাড়ির অন্দরের সৌন্দর্য্য, পরিবারের সদস্যদের স্বাচ্ছন্দ্য আর সবমিলিয়ে ভালো থাকা নিয়ে নতুন নতুন পরিকল্পনা করতে থাকেন। এই শীতে, জমকালো সব হাউজপার্টি, ক্রিসমাস ডিনার, কিংবা ভালোবাসার মানুষ দু’জনে ছিমছাম থার্টি ফার্স্ট নাইট উদযাপনের আগে আপনার কিচেনের নতুন সদস্য হতে পারে এমন একটি স্মার্ট, স্লিম-এন্ড-স্লিক রেফ্রিজারেটর। বাজারে স্যামসাংয়ের মত নানা শীর্ষ ব্র্যান্ড এআই ও অন্যান্য সুবিধা সম্পন্ন নতুন নতুন মডেলের রেফ্রিজারেটর নিয়ে আসছে, দামও সাধারণের নাগালের মধ্যেই। জীবনটাকে আরো একটু সহজ করে তুলতে তাহলে আর বাধা কোথায়?

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.