‘ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ১০০ সেনা নিহত’
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনযুদ্ধে রাশিয়ার পক্ষে অংশ নেওয়া উত্তর কোরিয়ার অন্তত ১০০ সেনা নিহত হয়েছে। দক্ষিণ কোরিয়ার একজন পার্লামেন্ট মেম্বার এই দাবি করেছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া আরও অন্তত এক হাজার উত্তর কোরিয়ার সেনা যুদ্ধে আহত হয়েছেন বলে দাবি করেছেন লি সাং উন। দেশটির পার্লামেন্টে জাতীয় গোয়েন্দা সংস্থার ব্রিফিংয়ের পরেই সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন লি। তিনি বলেছেন, হতাহতদের মধ্যে উচ্চ পদস্থ কর্মকর্তারাও আছেন।
গত অক্টোবরে রাশিয়ার যুদ্ধে সাহায্য করার জন্য অন্তত ১০ হাজার সেনা পাঠায় উত্তর কোরিয়া। এসব সেনার একটি অংশ কুরস্ক অঞ্চলে মোতায়েন করে রাশিয়া। সেখানে ইউক্রেনের বাহিনীর সঙ্গে তাদের তুমুল লড়াই চলছে।
গত সোমবার মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের একজন মুখপাত্র বলেছেন, যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা নিহত হয়েছে। তবে তিনি কতজন নিহত হয়েছে- তা নিয়ে কিছু জানাননি।
একদিন পর নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন, উত্তর কোরিয়ার কয়েকশ’ সেনা হতাহত হয়েছে।
তবে বিবিসি বলছে, তারা এসব দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি। প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বে লড়াইয়ের অভিজ্ঞতা না থাকায় উত্তর কোরিয়ার সেনাদের যুদ্ধের ময়দানে ভুগতে হচ্ছে।
এর আগে গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কুরস্ক অঞ্চলে রাশিয়া উল্লেখযোগ্য সংখ্যক উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করেছে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা এক হাজারের বেশি দিন ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।