আজ: মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ইং, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার |

kidarkar

সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ৩০০ সিসি’র স্পোর্টস বাইক

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল মোটরসাইকেল ব্র্যান্ড সিএফমোটো বাংলাদেশের বাজারে তাদের ফ্ল্যাগশিপস্পোর্টস বাইকগুলো আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। আজ (১৯ ডিসেম্বর) ঢাকায় ‘রাইড দ্য ফিউচার’শিরোনামে এক ইভেন্টের মাধ্যমে ৬টি নতুন মডেলের মোটরসাইকেল বাজারে এনেছে সিএফমোটো বাংলাদেশ।যার মধ্যে রয়েছে সিএফমোটো-এর ফ্ল্যাগশিপ মডেল ৩০০ এসআর, ২৫০ এনকে এবং ২৫০ এসআর-এর সাথেসাথে নতুন ১৫০ এসসি, ২৫০ সিএলসি ও ২৩০ ডুয়েল।

যেসব রাইডার সেফ রাইড এবং গতি পছন্দ করেন তাদের জন্যডিজাইন করা হয়েছে সিএফমোটো ৩০০ এসআর। এতে যুক্ত করা হয়েছে ২৯৮ সিসি ইঞ্জিন যা স্ট্রিটরাইড ও ট্র্যাক রাইডে দূর্দান্ত পারফর্মেন্স প্রদান করবে। নিরাপত্তা ও সুষ্ঠু নিয়ন্ত্রণেরজন্য রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। যারা স্টাইলিশ রাইডিং পছন্দ করেন,তাদের জন্য এর সিটিং পজিশন রাখা হয়েছে স্পোটি রাইডিং-এর মতো করে। বাইকটি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড-কুলড ইএফআই ইঞ্জিনেরসাথে ৩০ বিএইচপি পাওয়ার এবং ২৭ নিউটন মিটার টর্ট উৎপাদন করতে পারে। বাইকটিতে সর্বাধুনিকপ্রযুক্তির টিএফটি ডিসপ্লে সংযুক্ত করা হয়েছে। এছাড়াও ইউএসডি সাসপেনশন নিশ্চিত করেথ্রিলিং রাইডিং অভিজ্ঞতা। গতি ও পারফরম্যান্সে আগ্রহী রাইডারদের জন্য ৩০০ এসআর একটিচমৎকার পছন্দ হতে পারে।

নেকেড স্পোট বাইক ক্যাটাগরির বাইক সিএফমোটো ২৫০ এনকে।এতে রয়েছে ২৪৯.২ সিসি ইঞ্জিন যা রাস্তায় চলার জন্য ম্যাক্সিমাম পাওয়ার ২৭.৫ বিএইচপি/৯৭৫০আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক ২২ এনএম/৭৫০০ আরপিএম উৎপাদন করতে পারবে। ব্রেকিং পারফরম্যান্সএবং রাইডারগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাইকটিতে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিংসিস্টেম। এছাড়াও বাইকটিতে ব্যবহার করা হয়েছে উন্নত প্রযুক্তির ট্রেলিস ফ্রেম। যারাশক্তি ও গতি একসাথে চান বাইকটি এমন রাইডারদের জন্য ডিজাইন করা হয়েছে। ২৫০ এনকে বাইকটিদৈনন্দিন যাতায়াতের জন্য আদর্শ বাইক হতে পারে।

পারফরম্যান্স-ওরিয়েন্টেড রাইডারদের জন্য ডিজাইন করাহয়েছে সিএফমোটো ২৫০ এসআর বাইকটি। এই বাইকে যুক্ত করা হয়েছে ট্র্যাক-ইন্সপায়ারড ২৪৯সিসি ইঞ্জিন। বাইকটিতে লং ট্রাভেলিং স্ট্রোক ইউএসডি সাসপেনশন সিস্টেম ব্যবহার করা হয়েছেযা দ্বারা শহরের রাস্তায় কিংবা উচু-নিচু উভয় রাস্তায় দারুন গতিশীলতা ও নিয়ন্ত্রণ প্রদানকরে। এর ট্রেলিস ফ্রেম এবং স্পোটি রাইডিং পজিশন রাইডারদের জন্য একটি দূর্দান্ত অভিজ্ঞতানিশ্চিত করবে। সিএফমোটো ২৫০ বাইকটি দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী এবং যারা আরও বেশিকিছু চান তাদের জন্য একটি আদর্শ পছন্দ হতে পারে।

সিএফমোটোর নতুন মডেলগুলির মধ্যে আরও রয়েছে সিএফমোটো১৫০ এসসি, যা শহরে যাতায়াত এবং সহজ স্টোরেজের জন্য ডিজাইন করা হয়েছে, এই বাইকটি সহজেব্যাবহারযোগ্য এবং সুবিধাজনক। সিএফমোটো ২৫০ সিএল-সি একটি ক্রুজার টাইপ বাইক। দৈনন্দিনব্যবহারের পাশাপাশি উইকেন্ড অ্যাডভেঞ্চারের জন্যও ভালো। এর কমপ্যাক্ট ডিজাইন এবং নির্ভরযোগ্যপারফরম্যান্স আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এবং সিএফমোটো ২৩০ ডুয়েল একটি ডুয়াল-স্পোর্টবাইক, যেটি অফ-রোড রাইডারদের জন্য ডিজাইন করা হয়েছে।

লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএফমোটোর দক্ষিণ-পূর্বএশিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার লিউ চুনচেন (হাডসন), মার্কেটিং ম্যানেজার ডেং সিইউন(গ্যারি), দক্ষিণ-পূর্ব এশিয়ার সেলস ম্যানেজার বু আওলিন, সিএফমোটো বাংলাদেশ এর চেয়ারম্যানমেজবাহ উদ্দিন মামুন, সিএফমোটো বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন, সিএফমোটোবাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন তানবির এবং সিএফমোটো বাংলাদেশ এর সিইওমোঃ রেজাউল করিম।

বাইকগুলোর মূল্য নির্ধারণ হয়েছে যথাক্রমে ২৫০এনকে-এর৩ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা, ২৫০ এসআর-এর মূল্য ৩ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা, ৩০০ এসআর-এরমূল্য ৪ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা।

সিএফমোটো’রদক্ষিণ-পূর্ব এশিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার লিউ চুনচেন (হাডসন) বলেন, “আমরা বাংলাদেশে সিএফমোটো আনতে পেরে অত্যন্তআনন্দিত। এর মাধ্যমে সিএফমোটো দেশের মোটরসাইকেল বাজারে একটি নতুন অধ্যায়ের সূচনা করল।অত্যাধুনিক প্রযুক্তি, স্টাইল এবং পারফরম্যান্সের সমন্বয়ে সিএফমোটোর এই বাইকগুলো স্থানীয়রাইডারদের প্রত্যাশা পূরণ করবে বলে আমি আশাবাদী।”

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.