ক্যারিবীয়দের ‘বাংলা ওয়াশের‘ লক্ষ্যে শুক্রবার ভোরে মাঠে নামবে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের উইন্ডিজ সফরের শুরুটা হয়েছিল অ্যান্টিগা টেস্টের পরাজয় দিয়ে। পরের টেস্টেই প্রতিশোধ নিয়ে জ্যামাইকায় টেস্ট জয়ের নতুন গল্প লিখেছিল লাল সবুজের দল। এরপর নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে ভরাডুবি টাইগারদের। হয়েছে হোয়াইটওয়াশ।
তবে ক্যারিবিয়ানদের প্রিয় ফরম্যাটে আবারও সেই প্রতিশোধের সুযোগ। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এবার বছরের শেষটা হোয়াইটওয়াশে রাঙানোর সুযোগ টাইগারদের সামনে। এমন সমীকরণে আগামীকাল (শুক্রবার) বাংলাদেশ সময় ভোর ৬টায় মাঠে নামবে লিটন দাসের দল।
সাদা বলের এই সংক্ষিপ্ত সংস্করণে ধারে-ভারে কিংবা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে কিংস টাউনের আর্নস ভেলে’তে মাত্র ১৪৭ রান করেও থ্রিলার জিতেছিল মেহেদি-সৌম্যরা। পরেরটা ছিল লো-স্কোরিং এনকাউন্টার। ১২৯ রানের পুঁজি নিয়েও শেষ হাসি হাসে শামীম পাটোয়ারী ও হাসান মাহমুদরা।
সেন্ট ভিনসেন্টে স্বাগতিক দল ওয়েস্ট ইন্ডিজ হলেও এই মাঠে বাংলাদেশের অভিজ্ঞতা কিংবা সুখস্মৃতি দুটোই বেশি ক্যারিবিয়ানদের চেয়ে। আর্নস ভেলে এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ৯ আন্তর্জাতিক টি-টোয়েন্টির পাঁচটিতেই খেলেছে বাংলাদেশ। এখানে ১ পরাজয়ের বিপরীতে টাইগারদের জয় চারটিতে। সিরিজ জয়ের পর তাই পয়মন্ত এই ভেন্যুতে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই শেষ ম্যাচ খেলতে নামবেন লিটন-তাসকিনরা।
তবে এই ম্যাচে চিন্তা আছে টাইগার শিবিরেও। আঙুলের চোটের ছিটকে গেছেন ওপেনার সৌম্য সরকার। ভুগতে থাকা ব্যাটিং ডিপার্টমেন্টে কিছুটা ভালোই শুরু এনে দিয়েছিলেন আগের দুই ম্যাচে। তার অনুপস্থিতিতে শেষ ম্যাচের একাদশে পরিবর্তন নিশ্চিত। সুযোগ মিলতে পারে বেঞ্চে থাকা পারভেজ ইমন অথবা আফিফ হোসেনের। দীর্ঘদিন ধরে ব্যাট হাসছে না অধিনায়ক লিটন দাসেরও।
প্রসঙ্গত, টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৮ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে ৭টিতে জয় আর ৯টিতে পরাজয় দেখেছে বাংলাদেশ। ফলাফল হয়নি বাকি দুই ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুদলের মুখোমুখিতে ফল আসা ৮ টি-টোয়েন্টির ৪টি তে জয় পাওয়া বাংলাদেশের সামনে এবার সুযোগ ক্যারিবিয়ানদের ছাড়িয়ে যাওয়া।