আজ: রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ইং, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার |

kidarkar

স্পেনে গুগল ম্যাপের স্ট্রিট ভিউয়ের কল্যাণে আসামি খুঁজে পেল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: গুগল ম্যাপের একটি ফিচার হলো স্ট্রিট ভিউ যা দিয়ে কোনো এলাকার রাস্তায় অনেকটা ভার্চুয়াল ভ্রমণ করতে পারা যায়। রাস্তা একেবারে দৃশ্যমান হয় এই অপশনে। এবার এই ফিচারের বদৌলতে কোনো গন্তব্যের নয়, বরং খুনের কিনারা পাওয়া গেল। খবর, সিএনএন’র।

বুধবার (১৯ ডিসেম্বর) স্পেনের উত্তরাঞ্চলীয় নগর তাজুয়েকোতে পুলিশ একটি নিখোঁজ মামলার রহস্য উদঘাটনে হঠাৎ একটি সূত্র খুঁজে পায়। গত বছর থানায় একজন একটি সাধারণ ডায়েরী লেখান। ডায়েরীর বিষয়টা ছিল তার এক আত্মীয় নিখোঁজ হবার ব্যাপারে।

তদন্তকারীরা ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছিলেন। শুরুর দিকে কোনও তথ্য না পেলেও, আচমকা গুগল ম্যাপের মাধ্যমে একটি ছবি থেকে তারা খুনের কিনারা করেন।

স্ট্রিট ভিউয়ে একটি গাড়ির ট্রাঙ্কে দৃশ্যত একটি বড় বস্তু লোড করার ছবি দেখার পরে তদন্তের দায়িত্বে থাকা পুলিশ কিছু একটা আন্দাজ করেন। এরপর সেই গাড়ির বদৌলতেই দুজনকে গ্রেফতার করা হয়।

বুধবার পুলিশ এক বিবৃতিতে জানায়, এ ব্যক্তির নিখোঁজ হওয়া ও মৃত্যুর ঘটনায় একজন পুরুষ ও একজন নারীকে আটক করা হয়েছে। যে দুজনকে সন্দেহভাজনদের তালিকায় রাখা হয়েছিল এটি তাদেরই ব্যবহৃত গাড়ি যা গুগল স্ট্রিট ভিউয়ে দেখা গিয়েছিল।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.