আজ: মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ইং, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার |

kidarkar

আইপিডিসি ফাইন্যান্সের ‘তারুণ্যের জয়োচ্ছ্বাস’ ক্যালেন্ডার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ ইংরেজি বর্ষের আগমন উপলক্ষে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি নির্মিত নতুন বছরের ক্যালেন্ডার একটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। প্রতি বছর ব্যতিক্রমধর্মী ক্যালেন্ডার নিয়ে কাজ করে আসা আইপিডিসি ২০২৫ এর ক্যালেন্ডারে থিম রেখেছে ‘তারুণ্যের জয়োচ্ছ্বাস’। আন্তর্জাতিভাবে স্বীকৃতিপ্রাপ্ত দেশের ১৩ জন তরুণকে এ ক্যালেন্ডারের পাতাগুলোয় ফিচার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আইপিডিসি’র প্রধান কার্যালয়ে এই তরুণদের উপস্থিতিতে ক্যালেন্ডারটির উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

সৃষ্টিশীলতার ছাপ রাখা ক্যালেন্ডারটির উদ্বোধনেও ছিল সৃষ্টিশীলতার স্বাক্ষর। পোর্ট্রেট আকারে সাজানো ১৩ তরুণের আর্টওয়ার্ক করা ক্যালেন্ডারের পাতাগুলো এই তরুণরাই একটি একটি করে উন্মোচন করেন।

ফিচার হওয়া তরুণরা হলেন- ‘অ্যামপ্লিটিউড’ এর প্রতিষ্ঠাতা ডায়ানা অ্যাওয়ার্ড প্রাপ্ত নাফিরা নাইম; দেশের প্রথম পিটুপি রক্তদান অ্যাপ উদ্ভাবক তামজিদ রহমান; দ্য ইন্সপাইরেলি অ্যাওয়ার্ডস জয়ী সারাফ নাওয়ার; আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডের স্বর্ণপদক প্রাপ্ত প্রোগ্রামার দেবজ্যোতি দাস; সাউথ এশিয়ান গেমসে স্বর্ণপদক বিজয়ী ক্রীড়াবিদ হোমায়রা অন্তরা, ‘ভরসাস্থল’ নামের সমাজসেবামূলক সংগঠনের প্রতিষ্ঠাতা আহনাফ আবরার, আয়রনম্যান ৭০.৩ এ গৌরব অর্জনকারী দেশের প্রথম নারী আয়রনম্যান ফেরদৌসী মারিয়া, গ্লোবাল আন্ডারগ্রাজুয়েট অ্যাওয়ার্ডপ্রাপ্ত স্থপতি সাফায়েত আলম, আন্তর্জাতিক মনোবিজ্ঞান অলিম্পিয়াড জয়ী শানুম সরকার, আন্তর্জাতিক কৃত্তিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড রৌপ্যপদক জয়ী আরেফিন আনোয়ার ও মিসবাহ উদ্দিন, এফআইএ এএসএন রেসিং লাইসেন্সধারী রেসার কাশফিয়া আরফা, পরিবেশ বিষয়ক সামাজিক সংগঠন ‘ইকো-নেটওয়ার্ক গ্লোবালের প্রতিষ্ঠাতা শামীম আহমেদ।

সেসময় আরও উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামসসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারা এবং ফিচারকৃত তরুণদের অভিভাবকদের অনেকে।

অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস বলেন, “তরুণরাই আমাদের ভবিষ্যৎ। বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান এবং সাফল্য আমাদের সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আইপিডিসি তরুণদের ক্ষমতায়নে বিশ্বাসী। তারই প্রতিফলন ঘটেছে তরুণদের ফিচার করে নির্মিত ২০২৫ এর এই ক্যালেন্ডারে। আমরা এমন সব প্রতিভাবান তরুণদের কাজ ও উদ্ভাবনী প্রচেষ্টাকে সবসময় স্বীকৃতি জানাতে চাই এবং তাদের মাধ্যমে অন্যদের অনুপ্রেরণা দিতে চাই।”

আইপিডিসি প্রতিবছর নতুন ও ভিন্নধর্মী থিম নিয়ে তাদের ক্যালেন্ডার প্রকাশ করে। এর আগে তারা দেশের গড়ার কারিগর উল্লেখযোগ্য উদ্যোক্তা, নিজ নিজ ক্ষেত্রে প্রতিবন্ধকতা জয় করে উদাহরণ সৃষ্টি করা বাংলাদেশি নারী, খ্যাতনামা দেশীয় ঔপন্যাসিক ও তাঁদের উল্লেখযোগ্য সৃষ্টিকর্ম ইত্যাদি ব্যতিক্রমধর্মী বিষয় নিয়ে ক্যালেন্ডার প্রকাশ করেছে। এরই ধারাবাহিকতায়, এবছর তরুণদের নিয়ে ‘তারুণ্যের জয়োচ্ছ্বাস’ থিমে ক্যালেন্ডার প্রকাশ করেছে আইপিডিসি।

অনুষ্ঠানে তরুণ প্রতিভাবানদের কাজের মূল্যায়ন এবং তাঁদের সফলতার গল্প তুলে ধরা হয়। একইসাথে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ভবিষ্যতেও তরুণদের উদ্ভাবনী প্রচেষ্টায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.