আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিলেন ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক: মিশরের রাজধানী কায়রোতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনের একটি বিশেষ অধিবেশনে যোগ দেয়ার পর তিনি বিশ্ববিদ্যালয়টিতে যান।
আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড. সালামা দাউদ ড. ইউনূসকে স্বাগত জানান। এসময় বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অ্যান্ড রিসার্চের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. মাহমুদ সিদ্দিকও উপস্থিত ছিলেন।
এর আগে, ডি-৮ সম্মেলনের মূল পর্বে অংশ নেন ড. ইউনূস। তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে ডি-৮ভুক্ত দেশগুলোর নেতাদের আহবান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, আগামী দিনের উৎপাদন ও সেবাভিত্তিক অর্থনীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন উপাদানের কল্যাণে ক্রমশ পরিবর্তন হচ্ছে। তরুণ প্রজন্ম সেই প্রযুক্তিকে দক্ষভাবে কাজে লাগাচ্ছে। এক্ষেত্রে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে জানান তিনি।
ড. ইউনূস নতুন প্ল্যাটফর্ম তৈরির ব্যাপারে তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে জোর দেন। সেই উদ্যোগকে এগিয়ে নিতে ২০২৫ সালে প্রথম বহুপক্ষীয় বৈঠক আয়োজনের প্রস্তাবও করেন তিনি।